IRCTC অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম এর তরফে টুরিজম মনিটর পদে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে সারা দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মীদের 3 বছরের চুক্তির ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে কর্মী নির্বাচন করা হবে।
যে পদে নিয়োগ হবে
টুরিজম মনিটর (Tourism Monitor)
মোট শূন্যপদ
এখানে মোট 8 টি পোস্ট আছে।
যোগ্যতা
1. আবেদন করার জন্য প্রার্থীদের Tourism এ তিন বছরের স্নাতক ডিগ্রী থাকতে হবে।
অথবা, প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রীর সাথে Travel & Tourism এ ডিপ্লোমা থাকতে হবে। দুই ক্ষেত্রেই নূন্যতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোন টুর অপারেটর বা এজেন্সির সাথে।
2. প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রীর সাথে মাস্টার্স ডিগ্রী বা ডিপ্লোমা করে থাকতে হবে Travel & Tourism এ। এক্ষেত্রে প্রার্থীদের 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোন টুর অপারেটর বা এজেন্সির সাথে।
বয়সসীমা
28 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে সরকারি নিয়মে বয়সের উপর ছাড় পাবেন।
বেতনক্রম
যোগ্যতা (1) হলে প্রার্থীদের মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে।
অন্যদিকে, যোগ্যতা (2) থাকলে প্রার্থীরা বেতন হিসেবে মাসিক 35,000 টাকা পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
শুধুমাত্র ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে কর্মী নির্বাচন করা হবে।
নিয়োগের স্থান
Kolkata/ Patna/ Guwahati তে নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে। তবে প্রয়োজনে দেশের যে কোনো অঞ্চলে কর্মীদের পোস্টিং দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ইন্টারভিউয়ের দিন সঠিক সময়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ
05/04/2023 এবং 06/04/2023 তারিখে সকাল 10:30 থেকে ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউয়ের স্থান
Hotel Polo Floatel, 9, Jetty, 10 Strand Road, B.B.D. Bagh, Kolkata-700001 ঠিকানাতে উপস্থিত হয়ে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ দিতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- ভারতীয় স্টেট ব্যাংকে (SBI) গুরুত্বপূর্ণ পদে চাকরির বিজ্ঞপ্তি
- রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-B স্থায়ী পদে চাকরি
- উচ্চ মাধ্যমিক পাশে কল্যানী AIIMS-এ চাকরি