রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের তরফ থেকে ইতিমধ্যেই এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিপুল সংখ্যক শুন্য পদে প্রার্থীদের বিভিন্ন ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।
রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের তরফে অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে ট্রেনিং চলাকালীনই প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা। সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আজকের প্রতিবেদনে ইস্পাত নিগম লিমিটেডে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে সহজ ভাষায় আলোচনা করা হলো।
Ispat Nigam Limited Recruitment 2022
নোটিশ নম্বরঃ RINL/VSP/L&DC/Trade 2022(1)
নোটিশ প্রকাশের তারিখঃ 02.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পরের নামঃ
ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Appreciate)
স্টাইপেন্ডঃ
প্রার্থীরা প্রতিমাসে 7,700 থেকে 8,050 টাকা স্টাইপেন্ড পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে এবং NCVT সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমাঃ
আবেদনকারীর বয়স 01.04.2022 তারিখ অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
319 টি।
যেসব ট্রেডে নিয়োগ করা হবেঃ
- Fitter – 80
- Turner – 10
- Machinist – 14
- Welder (Gas & Electric) – 40
- MMTM – 20
- Electrician – 65
- Carpenter – 20
- Mechanic Diesel – 30
প্রশিক্ষণের সময়সীমাঃ
1 বছর ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতিঃ
- ডকুমেন্টস ভেরিফিকেশন।
- কম্পিউটার বেসড টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত সমস্ত অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট viagsteel.com এ গিয়ে আবেদন করতে হবে।
- সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
unreserved/OBC/EWS প্রার্থীদেরজন্য 200 এবং SC/ST/PWD প্রার্থীদের জন্য 100 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- ITI সার্টিফিকেট।
- প্রি এনগেজমেন্ট মেডিকেল সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 02.08.2022 |
আবেদন শুরু | 02.08.2022 |
আবেদন শেষ | 18.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-