আমাদের দেশের 90 শতাংশেরও বেশি মানুষ মাছ খান। তাই আপনি যদি নতুন করে কোন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাহলে মাছ চাষ শুরুর কথা ভাবতে পারেন। সঠিক পদ্ধতিতে মাছ চাষ করলে স্বল্প পুঁজিতেও মাস গেলে লাখ টাকার বেশি রোজগার করতে পারবেন। এই ব্যবসার সমস্ত খুঁটিনাটি নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল।
জলাশয়
মাছ চাষ করতে গেলে সবার প্রথমে যা প্রয়োজন তা হল, একটি বড় জলাশয়, পুকুর বা খাল থাকা। যদি এগুলির একটিও আপনার না থেকে থাকে তবে কৃত্রিম ভাবে তা আপনাকে বানিয়ে নিতে হবে। তবে, অল্প পরিমাণে মাছ চাষ করতে চাইলে বড়ো ট্যাঙ্কেও তা করা সম্ভব।
বর্তমানে বাজারে বড় প্লাস্টিকের ট্যাঙ্ক কিনতে পাওয়া যায় মাছ চাষ করার জন্য। এর ফলে আপনি নিজের ঘরের কোনো ফাঁকা জায়গাতে খুব সহজেই মাছ চাষ করে ব্যবসা শুরু করতে পারবেন।
খাবার এবং দেখভাল
যে কোনো ব্যবসাতেই উন্নতি করতে গেলে সেই জিনিসের গুণগত মানের দিকে খেয়াল রাখা খুব জরুরি। এখানেও তাই। মাছ চাষ শুরু করলে খেয়াল রাখবেন, মাছগুলির সুষম বৃদ্ধির জন্য ভালো মানের উপযুক্ত খাবার এবং তাদের সংরক্ষণ করার জন্য দেখভালের প্রয়োজন হবে।
সব মাছের খাদ্য আবার এক রকম নয়। প্রজাতি ভেদে খাবারও বদলে যাবে। কোন মাছের জন্য কোন খাদ্যের প্রয়োজন পড়ে তা বাজারে অ্যাভেলেবল যে কোনো বই বা ইন্টারনেট থেকে সহজেই জেনে নিতে পারবেন।
স্বাস্থ্য ও রোগ নিরাময়
চাষ করার সময় মাছেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। না হলে একে একে মাছগুলি মরে যেতে পারে। সাধারণত মাছেদের রোগ হলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম লবণ ব্যবহার করতে হয়। এর ফলে রোগের জীবাণু ছড়িয়ে পড়া বন্ধ হয় এবং রোগলক্ষণ যুক্ত মাছগুলিও সুস্থ হয়ে ওঠে।
জলের কোয়ালিটি
আপনি যদি মিষ্টি জলের মাছ চাষ করে থাকেন তবে চেষ্টা করবেন মাছ চাষের জলের পিএইচ (PH) লেভেল যেন ৭ থেকে ৮ এর মধ্যে থাকে। এই পিএইচ মাছেদের বেড়ে ওঠার জন্য আদর্শ।
মাছ চাষের পদ্ধতি
প্লাস্টিকের একটি ট্যাঙ্ক কিনে নিয়ে এই ব্যবসাটি প্রথমে আপনি নিজের ঘরেই শুরু করুন। তবে, খেয়াল রাখবেন মাছের আঁশটে যেন আপনার সারা ঘরে ছড়িয়ে না পড়ে।
এছাড়াও মাছের জন্য সুষম খাবার, সময় মতো জলের পরিবর্তন এবং মাছের জন্য প্রয়োজনীয় ওষুধ ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে।
পুঁজি বা টাকার পরিমান
ঘরের মধ্যে ট্যাঙ্ক কিনে মাছ চাষের ব্যবসা শুরু করতে চাইলে মোটামুটি দেড় থেকে দুই লাখ টাকার মধ্যে সমস্ত জিনিসপত্র খুব ভালো ভাবে কেনা হয়ে যাবে। এই ব্যবসাতে লাভের পরিমাণ অনেক বেশি। তাই পুঁজি হিসেবে যেই টাকা খরচা হবে, তা কয়েক মাসের মধ্যেই আপনি লাভ করে তুলে নিতে পারবেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 এগুলিও পড়ুন 👇👇
- ভারতে বাড়ছে এই ব্যবসায় একবার বিনিয়োগ তারপর মাসে ২ লাখ টাকা ইনকাম
- আমুলের সাথে কয়েক ঘন্টা কাজ করুন, কোম্পানি দেবে ৫-১০ লক্ষ টাকা
- দিনে ৫ ঘন্টা কাজ এই ব্যাবসা করে মাসে ১ লাখ টাকা পর্যন্ত ইনকাম