ITBP বা ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের বিভিন্ন ট্রেডে কনস্টেবল পদের চাকরিতে নিয়োগ করানো হবে।
ITBP কনস্টেবল পদে সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আপনাদের সুবিধার্থে আবেদনের লিংক নিচে দেওয়া হল।
ITBP কনস্টেবল এর চাকরির জন্য আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, শূন্যপদ, বয়সসীমা,নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সমস্ত প্রয়োজনীয় তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
ITBP Constable Recruitment
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
কনস্টেবল (Constable)
বেতনঃ
এই পদের জন্য পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।
শিক্ষাগত যোগ্যতাঃ
প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
বয়সসীমাঃ
এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
108 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ট্রেড অনুযায়ী শূন্যপদ
- Carpenter – 56
- Mason – 31
- Plumber – 21
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা
- ফিজিক্যাল টেস্ট
- মেডিকেল টেস্ট
আবেদন পদ্ধতিঃ
ITBP কনস্টেবল পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বৈধ ইমেইল আইডি কিংবা নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
এরপর পুনরায় লগইন করে আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড (PDF Notice Download) করে আরো বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- মেডিকেল সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 19.08.2022 |
আবেদন শুরু | 19.08.2022 |
আবেদন শেষ | 17.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের পাবলিক স্কুলে হেড ক্লার্ক, ক্লার্ক এবং টিচিং স্টাফ নিয়োগ