ভারত সরকারের ইন্দো টিবেতান বর্ডার পুলিশ (ITBP) এর তরফ থেকে গ্রুপ-সি (Group-C) নন গেজেটেড পদে হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এডুকেশন এবং স্ট্রেস কাউন্সিলর বিভাগে এই নিয়োগটি করা হবে।
সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা হেড কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে।
তাহলে চলুন আর বেশি দেরি না করে এক নজরে জেনে নিই ইন্দো টিবেটন বর্ডার পুলিশে হেড কনস্টেবল পদের জন্য আবেদন কিভাবে করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত, নিয়োগ কিভাবে করা হবে, মোট শূন্য পদের সংখ্যা কত ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য।
ITBP Group C Non Gazetted Recruitment
নোটিশ নম্বরঃ CBC/19143/11/0017/22-23
নোটিশ প্রকাশের তারিখঃ 13.10.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ হেড কনস্টেবল (Head Constable)
বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। এছাড়াও এডুকেশন ও টিচিং বিষয়ে ব্যাচেলরস ডিগ্রী থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবে।
বয়সসীমাঃ 11.11.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 20 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ এখানে সর্বমোট 23 টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
- পুরুষ – 20 টি।
- মহিলা – 3 টি।
নিয়োগ পদ্ধতিঃ
হেড কনস্টেবল পদের জন্য প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা।
- ফিজিক্যাল ফিটনেস টেস্ট।
- মেডিকেল টেস্ট।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
আবেদন পদ্ধতিঃ
এবার আমরা জানবো আবেদন কিভাবে করতে হবে? অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
নিচে দেওয়া আবেদন করার লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in এ প্রবেশ করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নিজের নাম মোবাইল নম্বর এবং বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীদের একটি নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে।
তারপরে তৈরি করা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
অনলাইন আবেদনপত্র পূরণ করার সময় ছবিসহ সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে নির্দিষ্ট আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
আবেদন ফিঃ
আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থী অর্থাৎ SC/ST/OBC ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন কি নেওয়া হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 13.10.2022 |
আবেদন শুরু | 13.10.2022 |
আবেদন শেষ | 11.11.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন- Click Here
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের পরিবার কল্যাণ সমিতিতে চাকরি
🎯 মাধ্যমিক পাশে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ