মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনস্থ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ অর্থাৎ ITBP-তে গ্রুপ সি পদে শতাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে। ভারতের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
যে পদে নিয়োগ করা হবে
কনস্টেবল (ড্রাইভার) / Constable (Driver)
এখানের পোস্ট গুলি গ্রুপ সি বিভাগের পোস্ট।
শূন্যপদের সংখ্যা
এখানে মোট শূন্যপদ রয়েছে 458 টি।
আবেদনের জন্য যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে। নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে হেভি ভেইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা
20 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 27/07/1996 থেকে 16/07/2002 এর মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
বিজ্ঞপ্তিতে বেতনের উল্লেখ নেই।
নিয়োগ পদ্ধতি
শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), শারীরিক স্ট্যান্ডার্ড টেস্ট (PST), লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষার (আরএমই) মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।
নিয়োগ স্থান
প্রয়োজন মতো, দেশের যে কোনও স্থানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ www.recruitment.itbpolice.nic.in এ গিয়ে নিজেদের ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন ফি
প্রার্থীদের 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে SC, Female, Ex-servicemen দের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন শুরু হবে 27/06/2023 তারিখ থেকে, এবং আবেদন চলবে 26/07/2023 তারিখ পর্যন্ত।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- গ্রুপ-সি সুপারভাইজার পদে চাকরি
- পেট্রোল পাম্প কিভাবে খোলা যাবে?
- RBI-তে চাকরির নিয়োগের প্রক্রিয়া শুরু হলো
- ৬০৮ শূন্যপদে CCL-এ নিয়োগ ২০২৩