ITBP সাব-ইন্সপেক্টর পদে চাকরি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন | ITBP (MHA) Sub Inspector Recruitment

ITBP MHA Sub Inspector Recruitment

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (Ministry of Home Affairs) তরফ থেকে ইতিমধ্যেই নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে (ITBP) অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।

সারা ভারত জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিজের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন। এই প্রতিবেদনে ITBP অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ আরো অন্যান্য তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

ITBP Sub Inspector Recruitment

ITBP MHA Sub Inspector Recruitment

ITBP অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নিয়োগের তথ্য (ITBP Sub Inspector Recruitment Details)

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর – ফার্মাসিস্ট (Assistant Sub Inspector – Pharmacist) 

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এর সাথে ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 24 টি (UR-12 , ST-1 , SC-3 , OBC-6 , EWS-2)

নিয়োগ পদ্ধতি

  • প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফিজিক্যাল টেস্ট ও মেডিক্যাল টেস্টের ভিত্তিতে নির্বাচন করা হবে।
  • ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে পুরুষদের উচ্চতা কমপক্ষে 162.5 Cms থেকে 165 Cms এর মধ্যে হতে হবে। মহিলাদের উচ্চতা কমপক্ষে 150 Cms হতে হবে।

আবেদন পদ্ধতি

  1. ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে ITBP এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  2. অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই মোবাইল নম্বর বা ইমেল আইডি বৈধ হতে হবে।
  3. রেজিস্ট্রেশনের পর লগইন করলে আবেদন পত্রটি সামনে উপস্থিত হবে।
  4. এরপরে আবেদন পত্রটিকে যত্ন সহকারে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  5. আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  6. সবশেষে নির্দিষ্ট আবেদন ফি 100 টাকা জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে জেনারেল/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা ধার্য করা হয়েছে এবং SC/ST/Ex-Serviceman এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি নেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

নোটিশ প্রকাশ 25.10.2022
আবেদন শুরু 25.10.2022
আবেদন শেষ 23.11.2022

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন। 

(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links:  👇👇

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন Click Here
✅ Telegram Channel Join Now
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
✅ অফিসিয়াল নোটিফিকেশন Download
✅ আবেদন করুন Apply Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 মালদা মেডিক্যালে গ্রুপ-সি MTS, DEO পদে চাকরি

🎯 রাজ্যে সরাসরি ইন্টারভিউ দিয়ে 25 হাজার টাকা বেতনের চাকরি

🎯 রাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি নিয়োগ