রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি, বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন চলছে

jalpaiguri child protection unit recruitment

পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি জেলার DM অফিসের তরফ থেকে ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য এক বিশাল বড় সুযোগ। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে।

শিশু সুরক্ষা দপ্তরে আউটরিচ ওয়ার্কার, কাউন্সিলর, ডাটা এন্ট্রি অপারেটর সহ ইত্যাদি পদে নিয়োগ হবে। ন্যূনতম মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে।

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিশু সুরক্ষা দপ্তরে আবেদনের জন্য যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।

jalpaiguri child protection unit recruitment

নোটিশ নম্বরঃ 310/1(6)

নোটিশ প্রকাশের তারিখঃ 09.06.2022 

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ প্রবেশন অফিসার ( Probation Officer)

বেতনঃ এই পদে প্রতি মাসে বেতন হিসেবে 23,100 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ প্রবেশন অফিসার পদের জন্য আইনে স্নাতক হতে হবে। কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

(2) পদের নামঃ কাউন্সিলর (Counsellor)

বেতনঃ কাউন্সিলর পদে বেতন হিসেবে প্রতিমাসে 15,400 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ সোশ্যাল ওয়ার্ক/ ফিজিওলজ/ সোশিওলজি তে স্নাতক হতে হবে। কম্পিউটার নলেজ থাকতে হবে এবং সঙ্গে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি।

(3) পদের নামঃ আউটরিচ ওয়ার্কার (Outreach Worker)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 12000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ আউটরিচ ওয়ার্কার পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। ভালো কমিউনিকেশন স্কিল এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

(4) পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (CWC)

বেতনঃ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রতিমাসে 12000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটার নলেজ এবং সঙ্গে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি। 

(5) পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (JJB)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 12000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটার নলেজ এবং সঙ্গে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি।

বয়সসীমাঃ

উপরিক্ত সমস্ত পদের ক্ষেত্রেই সর্বোচ্চ বয়সসীমা 35 বছর।

নিয়োগ পদ্ধতিঃ 

উপরিউক্ত পদগুলির জন্য তিনটি পর্যায়ে প্রার্থীদেরকে নির্বাচন করা হবে।

  • লিখিত পরীক্ষা – 80 নম্বর।
  • কম্পিউটার টেস্ট – 10 নম্বর। 
  • ইন্টারভিউ – 10 নম্বর।
আবেদন পদ্ধতিঃ 
  1. আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটির ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
  3. আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  4. উল্লেখিত সমস্ত নথিপত্র গুলি যোগ করতে হবে।
  5. শেষে আবেদনপত্র এটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. সেল্ফ অ্যাটেস্টেড করা রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. অভিজ্ঞতার প্রমাণপত্র।
  6. বসবাসের প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ 

The District Welfare Officer, Social Welfare Section, Collectorate Building, Ground Floor, Jalpaiguri. 

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 09.06.2022
আবেদন শুরু 09.06.2022
আবেদন শেষ 30.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-