রাজ্যে আদালতে গ্রুপ- C পদে চাকরি, উচ্চ মাধ্যমিক পাশে তাড়াতাড়ি আবেদন করুন

Jhargram Court Group-C Recruitment 2023

রাজ্যের আদালতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কম রাখার কারণে প্রায় সকল চাকরিপ্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নোটিশ নং- 04/DLSA/IGM/2023

নোটিশ প্রকাশ- 31.07.2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

স্টেনোগ্রাফার (Stenographer)

শূন্যপদ

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সাথে স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা / সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটার এবং প্রিন্টিং অপারেশন এই দুই বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

এই পদের জন্য 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীরা ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হলে অগ্রাধিকার পাবেন।

বেতনক্রম

এই পদের জন্য প্রার্থীকে মাসিক 13,500 টাকা করে দেওয়া হবে। এর সাথে 3% করে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি 

এখানে দুই ধাপে পরীক্ষা নিয়ে প্রার্থীকে নিয়োগ করা হবে এখানে। প্রথম পর্যায়ে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে দেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ে আরেকটি পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাটি হবে স্টেনোগ্রাফি এবং কম্পিউটার বিষয় দুটির উপর। দুটি পরীক্ষার শেষে একটি মেরিট লিস্ট প্রকাশ করে সেখান থেকে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রার্থীরা কিভাবে আবেদন করবে তা জেনে নিন? প্রার্থীকে একটি সাদা কাগজে নিজের আবেদন জানিয়ে তার সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ভোটার কার্ড/ আধার কার্ড জেরক্স, 3 কপি পাসপোর্ট রঙিনতে সই করে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন। 

আবেদন মূল্য

প্রার্থীদের 350 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

নিয়োগের স্থান 

পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার আদালতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন মূল্য পাঠাবার ঠিকানা

40220933200, IFSC Code no. SBIN0000103, of State Bank of India, Jhargram

আবেদন জমা দেওয়ার ঠিকানা

The Chairman, District Legal Services Authority, Jhargram”. Address:-District Judges’ Court Complex, Jhargram, Pin-721507

আবেদনের তারিখ

31 জুলাই, 2023 তারিখের বিকেল 5 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleমাধ্যমিক পাশে NPCIL এ অ্যাপ্রেন্টিস নিয়োগ, 31 জুলাই এর মধ্যে আবেদন করুন | NPCIL Madhyamik Pass Apprentices 2023
Next articleOBC, SC, ST প্রার্থীদের জন্য কর্মসংস্থান! বিনামূল্যে প্রশিক্ষণের জন্য 25 জুলাই এর মধ্যে আবেদন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here