রাজ্যে জুনিয়র সেক্রেটারিয়েট সহ আরো পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি কোলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (Indian Institute of Chemical Biology) তে করা হবে।
Junior Secretariat পদে চাকরির জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পৌঁছে যাবেন এবং আবেদন করতে পারবেন।
চলুন এখন আমরা আজকের আই চাকরির নিয়োগের ক্ষেত্রে ঠিক কোন কোন পদ রয়েছে, শুন্যপদ কয়টি আছে, মাসিক বেতন কত করে দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে সেই সমস্ত কিছু জেনে নিই।
Junior Secretariat Assistant Recruitment 2022
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (Junior Secretariat Assistant)
বেতনঃ উক্ত পদের জন্য Pay level 2 অনুসারে প্রতিমাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ এবং যথেষ্ট কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 13 টি।
(2) পদের নামঃ জুনিয়র স্টেনোগ্রাফার (Junior Stenographer)
বেতনঃ উক্ত পদের জন্য Pay level 4 অনুসারে প্রতিমাসে 38,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ এবং যথেষ্ট কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 04 টি।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা (Written Test)
- টাইপিং স্কিল টেস্ট (Typing Skill Test)
- পার্সোনালিটি টেস্ট (Personality Test)
আবেদন পদ্ধতিঃ
(1) উপরের দুটি পদের জন্যই আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
(2) নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
(3) সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
(4) তারপর অনলাইনে সঠিকভাবে তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
(5) এরপরে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
(6) সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ SC/ST/OBC প্রার্থীদের জন্য এবং মহিলাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
- বসবাসের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 04.08.2022 |
আবেদন শুরু | 04.08.2022 |
আবেদন শেষ | 24.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-