দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (জেসিআই) হল ভারত সরকারের অধীনস্থ একটি টেক্সটাইল উদ্যোগ। এখানে শিক্ষানবিশ হিসেবে কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রশিক্ষণ দেওয়া হবে, “কাঁচা পাট সংগ্রহ এবং গ্রেডিং” বিষয়ে। দেশের যে কোনো জুট দফতরে পোস্টিং দেওয়া হতে পারে প্রশিক্ষণপ্রার্থীদের। আরও বিশদ ভাবে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নোটিশ নং- 02/2023
নোটিশ প্রকাশ- 23/06/2023
যে পদে নিয়োগ হবে-
“কাঁচা পাট সংগ্রহ এবং গ্রেডিং” বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
মোট শূন্যপদ-
মোট 15 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা-
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে। সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা-
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 21 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম-
নির্বাচিত প্রার্থীদের এখানে মাসিক 7000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগের সময়সীমা-
মোট 12 মাসের জন্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি-
প্রথমে প্রার্থীদের https://www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে রেজিস্টার করে নিতে হবে। তারপর “Apprenticeship Opportunities” এ গিয়ে “The Jute Corporation of India Limited” এ আবেদন করতে হবে। এই পর্যায়ে নিজেদের প্রয়োজনীয় ডিটেলস দিতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপর প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠাবার ঠিকানা-
SENIOR MANAGER (HR)
THE JUTE CORPORATION OF INDIA LIMITED,
15N, NELLIE SENGUPTA SARANI, KOLKATA-
700087.
আবেদনের তারিখ-
21/07/2023 তারিখের মধ্যে এখানে আবেদন পাঠিয়ে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- মাসিক বেতন 50 হাজার টাকায় রাজ্যের পৌরসভায় চাকরি
-
IBPS এর মাধ্যমে 4545 টি ক্লার্ক পদে নিয়োগ
- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ
- মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে গ্রুপ- ডি পদে চাকরি