রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এক বিশাল বড়ো সুখবর। কাউন্সিলর, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ D শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফ থেকে।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারেন। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।
নোটিশ নম্বরঃ 101/DPCU/JGM
নোটিশ প্রকাশের তারিখঃ 24.06.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ কাউন্সিলর (Counselor)
বেতনঃ কাউন্সিলর পদের জন্য প্রতিমাসে বেতন হিসেবে 13,000 টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওলজিতে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে। এছাড়াও ইংরেজি, হিন্দী এবং বাংলাতে কথা বলতে ও পড়তে দক্ষ থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(2) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতি মাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(3) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক – বেঞ্চক্লার্ক (Lower Division Clerk – Bench Clerk)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে বেতন হিসেবে 13,000 টাকা দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে। এছাড়াও ইংরেজি, হিন্দী এবং বাংলাতে কথা বলতে ও পড়তে দক্ষ থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(4) পদের নামঃ গ্রুপ D
বেতনঃ গ্রুপ ডি পদের জন্য প্রতি মাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ করতে হবে। হিন্দী এবং বাংলাতে কথা বলতে ও পড়তে দক্ষ থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা – 80 নম্বর।
- কম্পিউটার টেস্ট – 10 নম্বর।
- ইন্টারভিউ – 10 নম্বর।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত পদগুলির জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।
- আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
- উল্লিখিত নথিপত্রগুলো যোগ করতে হবে।
- শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- অভিজ্ঞতা শংসাপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 24.06.2022 |
আবেদন শুরু | 27.06.2022 |
আবেদন শেষ | 15.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-