Kajkarmo Vacancy: কাজকর্ম সাইটে কনটেন্ট লেখার জন্য রাইটার প্রয়োজন, এই যোগ্যতা থাকলে আবেদন করুন

Kajkarmo Urgent Content Writer Vacancy

আমাদের কাজকর্ম (kajkarmo.com) ওয়েবসাইটে কন্টেন্ট অর্থাৎ প্রতিবেদন লেখার জন্য লোক প্রয়োজন। যারা বিভিন্ন চাকরি এবং শিক্ষামূলক বিষয়ে লেখালেখি করেন এবং লেখালেখির অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। কোনো একটি টপিককে নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারলেই হবে। 

এর জন্য আপনাকে বা নির্বাচিত ব্যক্তিকে প্রতি প্রতিবেদন পিছু অথবা মাসিক বেতন দেওয়া হবে। আপনি যদি দীর্ঘদিন ধরে লেখালেখির কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি লাগবে, কত তারিখের মধ্যে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমরা নিচে জানিয়েছি। 

কনটেন্ট রাইটারের জন্য যোগ্যতা:

  • কমপক্ষে গ্রাজুয়েশন পাস হতে হবে। 
  • ১-৩ বছরের বা তারও বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • বাংলা ভাষায় শুদ্ধভাবে এবং গুছিয়ে কনটেন্ট অর্থাৎ প্রতিবেদন লিখতে পারতে হবে। 
  • চাকরির ইংরেজি নোটিফিকেশন দেখে তা বাংলায় সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারতে হবে।
  • ইংরেজি, হিন্দি পড়ে বাংলা ভাষায় প্রতিবেদন লিখতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে। 

কিভাবে আবেদন করবেন?

আবেদন করতে হলে এখানে আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, মোবাইল নম্বর, ইমেইল সহ দরকারি তথ্য দিয়ে একটি বায়োডাটা বানাতে হবে। ওই বায়োডাটাটিকে আমাদের অর্থাৎ Kajkarmo.com এর অফিসিয়াল ইমেইলে পাঠিয়ে দিতে হবে। বাড়িতে থেকেই অর্থাৎ Work from Home এই কাজ করতে পারবেন। 

যে ইমেইলে বায়োডাটা পাঠাবেন:

[email protected]

নিয়োগ প্রক্রিয়া:

আমাদের ইমেইলে যে সমস্ত বায়োডাটা আসবে সেগুলিকে আমরা একে একে যাচাই করব। তারপর আমাদের মতে উপযুক্ত কয়েকজনের সাথে কথা বলে তাদেরকে বেশ কিছু সাধারন প্রশ্ন করে কনটেন্ট রাইটার হিসেবে নিয়োগ করা হবে। 

শূন্যপদ:

1 টি। 

বেতন:

প্রতি প্রতিবেদন পিছু অথবা মাসিক একটা নির্দিষ্ট পরিমাণে বেতন দেওয়া হবে। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। 

আবেদনের শেষ তারিখ: 

ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যে বায়োডাটা আমাদের ইমেইলে পাঠিয়ে দিতে হবে। 

বিঃদ্রঃ উপরে দেওয়া প্রয়োজনীয় যোগ্যতা থাকলে তবেই আবেদন করবেন।