কল্যাণী AIIMS এ চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ | Kalyani AIIMS Recruitment 2023

Kalyani AIIMS Recruitment 2023

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি বড়ো চাকরির সুযোগ কেন্দ্রীয় হাসপাতালে, আবেদন করতে হবে অনলাইনে, এখানে 6 টি শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। চাকরি পাওয়া কর্মীদের পোস্টিং দেওয়া হবে AIIMS, কল্যানীতে। এই নিয়োগ এক বছরের চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছ।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- BECIL/HRMS/AIIMS, Kalyani/Advt.2023/365

নোটিশ তারিখ- 17.08.2023

1. Lab Technician

মোট শূন্যপদ- এখানে মোট 6 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাশ করার পাশাপাশি মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে প্রার্থীদের।
তবে, মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে B. Sc ডিগ্রি থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- 21 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীরা 31,100 টাকা বেতন হিসেবে পাবেন।

2. Data Entry Operator

শূন্যপদ- মোট 05 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- নূন্যতম দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে কম্পিউটারের ভালো কাজের দক্ষতা থাকা প্রয়োজন। কম্পিউটারে প্রতি ঘন্টায় 8,000 কি ডিপ্রেশন স্পিড থাকতে হবে।

বয়সসীমা- 21 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 28,600 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

3. OT টেকনিশিয়ান / OT Technician

মোট শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পাশ করার পাশাপাশি OT টেকনোলজিতে B. Sc কমপ্লিট করে থাকতে হবে প্রার্থীদের। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে।

বয়সসীমা- 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীরা 50,600 টাকা বেতন হিসেবে পাবেন।

4. স্পিচ থেরাপিস্ট / Speech Therapis

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- Speech and Hearing এ B. Sc কমপ্লিট করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীরা 50,600 টাকা বেতন হিসেবে পাবেন।

5. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / Technical Assistant (ICU)

মোট শূন্যপদ- এখানে মোট 7 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- OT টেকনোলজিতে B. Sc কমপ্লিট করে থাকতে হবে প্রার্থীদের। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে।

বয়সসীমা- 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীরা 50,600 টাকা বেতন হিসেবে পাবেন।

6. ম্যানেজার/সুপারভাইসর/গ্যাস অফিসার / Manager/Supervisor / Gas Officer

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা- Mechanical Engineering এ B.Tech এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়সসীমা- 30-40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীরা 52,300 টাকা বেতন হিসেবে পাবেন।

নিয়োগ পদ্ধতি

এখানে স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। BECIL এর তরফে যোগ্য প্রার্থীদের মেল বা মেসেজ করে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে প্রার্থীদের। www.becil.com. এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

  • এখানে আবেদন করার জন্য UR, Women এবং OBC দের 885 টাকা।
  • বাকি প্রার্থীদের 531 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

30.08.2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 30 হাজার টাকা

👉 NTPC তে অনেকগুলি শূন্যপদে চাকরি, 30 আগস্ট অবধি অনলাইনে আবেদন চলবে

👉 জেল পুলিশের কাজ কি? মাসিক বেতন, ছুটির পরিমান, ট্রেনিং- সব কিছু জেনে নিন

👉 ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-C পদে চাকরি, 29 আগস্ট পর্যন্ত আবেদন চলবে

👉 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নিয়মে বদল, পাল্টে গেলো শিক্ষাগত যোগ্যতা

Previous articleভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 30 হাজার টাকা | Indian Airport Recruitment 2023
Next articleরাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে চাকরি, মাসিক বেতন 26 হাজার টাকা | Municipal Corporation Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here