কল্যানী AIIMS এ চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, 26 হাজার 100 টাকা মাসিক বেতন | Kalyani AIIMS Recruitment 2023

Kalyani AIIMS Recruitment 2023

রাজ্যের কল্যানী All India Institute Of Medical Science (AIIMS) এ ব্লাড সেন্টার টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে চাকরি পাওয়া কর্মীদের পোস্টিং দেওয়া হবে AIIMS, কল্যানীতে।

রাজ্যের সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

নোটিশ নং- 1129/E-12028/2/23- (NON-FAC.CON)

নোটিশ প্রকাশ- 12.07.2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

ব্লাড সেন্টার টেকনিশিয়ান / Blood Centre Technician

মোট শূন্যপদ

এখানে মোট 2 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা, B.Sc অথবা M.Sc ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

21 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

এই পদের জন্য প্রার্থীরা মাসিক 26,100 টাকা বেতন হিসেবে পাবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে OMR/লিখিত পরীক্ষা/ কম্পিউটার বেসড টেস্ট (CBT) এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। AIIMS এর তরফে যোগ্য প্রার্থীদের মেল বা মেসেজ করে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

এখানে প্রথমে গুগল ফর্মের মাধ্যমে প্রথমে আবেদন করতে হবে।https://forms.gle/1GqnxdMp16JqTQ3S8 এই লিঙ্কে ক্লিক করে আবেদন করা হয়ে গেলে, এরপর অফিসিয়াল নোটিশের 6 নং পাতা থেকে আবেদন পত্র টি শুরু হয়েছে। আবেদনপত্রটি প্রিন্ট করিয়ে ফিলাপ করে নিতে হবে। সাথে প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে নিয়ে নীচের ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে। এর সাথে পাঠাতে হবে একটি ডিমান্ড ড্রাফট।

আবেদন পাঠাবার ঠিকানা

The Administrative Officer,
Recruitment Cell,
All India Institute of Medical Sciences, Kalyani
NH-34 Connector, Basantapur, Saguna
Nadia, West Bengal – 741245

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR, Women এবং OBC দের 500 টাকা এবং SC/ST প্রার্থীদের 250 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদন মূল্য পাঠাবার ঠিকানা

ACCOUNT NO: 41277688529
IFSC code: SBIN0063963
MICR code: 700002838
Payable at State Bank of India, AIIMS, Kalyani Branch

আবেদনের তারিখ

গুগল ফর্মটি ফিলাপ করতে হবে 27/07/2023 তারিখের মধ্যে। অন্য দিকে অফলাইনে আবেদন পাঠাবার শেষ দিন 03.08.2023 তারিখের বিকেল 5 টা পর্যন্ত।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleপ্রাইমারি শিক্ষক নিয়োগের সিলেকশন কমিটি নিয়ে মুখ খুললেন গৌতম পাল
Next articleIIT খড়গপুরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি, শতাধিক শূন্যপদে নন টিচিং স্টাফ নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here