অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) হল জাতীয় গুরুত্বসম্পন্ন একটি চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান। কল্যাণী AIIMS এ গ্রুপ-A, টিচিং পদে প্রার্থী নিয়োগ করা হবে।
দেশসহ রাজ্যের সকল ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 1085/E-12011/9/23-(FAC)
নোটিশ প্রকাশ- 09.07.2023
1. প্রফেসর / Professor
মোট শূন্যপদ- এখানে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট 22 টি শূন্যপদে রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে MD এবং DM ডিগ্রী থাকতে হবে। সাথে 14 বছরের পড়ানোর অথবা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 58 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।
মাসিক বেতন- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 1,68,900 টাকা বেতন হিসেবে পাবেন।
2. অ্যাডিশনাল প্রফেসর / Additional Professor
মোট শূন্যপদ- এখানে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট 16 টি শূন্যপদে রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে MD এবং DM ডিগ্রী থাকতে হবে। সাথে 10 বছরের পড়ানোর অথবা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 58 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।
মাসিক বেতন- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 1,48,200 টাকা বেতন হিসেবে পাবেন।
3. অ্যাসোসিয়েট প্রফেসর / Associate Professor
মোট শূন্যপদ- এখানে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট 22 টি শূন্যপদে রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে MD এবং DM ডিগ্রী থাকতে হবে। সাথে 6 বছরের পড়ানোর অথবা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 50 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।
মাসিক বেতন- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 1,38,300 টাকা বেতন হিসেবে পাবেন।
4. অ্যাসিস্টেন্ট প্রফেসর / Assistant Professor
মোট শূন্যপদ- এখানে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট 81 টি শূন্যপদে রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে MD এবং DM ডিগ্রী থাকতে হবে। সাথে 3 বছরের পড়ানোর অথবা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 50 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।
মাসিক বেতন- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 1,01,500 টাকা বেতন হিসেবে পাবেন।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://aiimskalyani.edu.in এবং https://recruitments.aiimskalyani.edu.in ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্রটি আপলোড করা হবে।
এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
এর পরে নীচের ঠিকানায় ভরতি করা ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে পাঠিয়ে দিতে হবে। সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য-
- UR/OBC দের 3,000 টাকা আবেদন মূল্য।
- SC/ST/EWS প্রার্থীদের 2,400 টাকা আবেদন মূল্য।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
To,
The Administrative Officer,
Recruitment Cell,
All India Institute of Medical Sciences, Kalyani,
NH-34 Connector, Basantapur, Saguna,
Nadia, West Bengal – 741245
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন করার শেষ দিন অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অন্য দিকে অফলাইনে আবেদন পাঠাবার শেষ দিন হল অনলাইন আবেদন শেষ হবার 15 দিনের মধ্যে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 কলেজে শুরু হচ্ছে চার বছরের অনার্স কোর্স!
👉 মাধ্যমিক পাশে ৩০ হাজার শূন্যপদে পোস্ট অফিসে নিয়োগ
👉 ১৪ বছর পর প্রাইমারিতে ১৫০৬ জনের চাকরি কনফার্ম
👉 1500 টি শূন্যপদে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHO পদে চাকরি