BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) এর তরফে গ্রুপ-C DEO সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ। বাছাই করা প্রার্থীদের রাজ্যের All India Institute of Medical Sciences, (AIIMS), Kalyani অর্থাৎ কল্যানী এইমসে পোস্টিং দেওয়া হবে। মোট চারটি পদে করা হবে নিয়োগ। কেন্দ্রীয় সরকারের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন মিনিস্ট্রির আওতাধীন এই BECIL এর সমস্ত পদের বিবরণ জানতে নিচের তথ্যগুলি একে একে দেখুন।
যে সমস্ত পোস্টে নিয়োগ হবে
(1) ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
(2) ডায়ালিসিস টেকনিশিয়ান (Dialysis Technician)
(3) ক্যাথ ল্যাব টেকনিশিয়ান (Cath Lab Technician)
(4) ড্রাইভার অর্ডিনারি গ্রেড (Driver- Ordinary Grade)
পোস্ট অনুযায়ী শূন্যপদের সংখ্যা
(1) DEO পদের জন্য মোট 6 টি শূন্যপদ আছে এখানে।
(2) Dialysis Technician পদের জন্য 2 টি।
(3) Cath Lab Technician পদের জন্য 1 টি।
(4) Driver (Ordinary Grade) পদের জন্য 2 টি।
পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা
(1) ডাটা এনট্রি অপারেটর অর্থাৎ DEO পদের জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। প্রতি ঘন্টায় অন্তত 8000 key depressions যুক্ত টাইপিং স্পিড থাকতে হবে।
(2) Dialysis Technician পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Dialysis Technology তে ডিগ্রি থাকতে হবে। বা ডিপ্লোমা সহ এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(3) Cath Lab Technician পদের জন্য প্রার্থীদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে Cath Lab এ ডিপ্লোমা থাকতে হবে।
(4) Driver পদে আবেদনের জন্য যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে, মাধ্যমিক পাশ এবং LMV এবং HMV লাইসেন্স। পাশাপাশি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতাও।
আবেদনের জন্য বয়সসীমা
Dialysis Technician এবং Cath Lab Technician পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এবং Driver, DEO পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে।
পোস্ট অনুযায়ী মাসিক বেতন
- DEO পদের জন্য মাসে মাসে 24,800 টাকা দেওয়া হবে।
- Dialysis Technician এবং Cath Lab Technician পদের জন্য প্রার্থীদের মাসিক 26,100 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
- Driver পদের জন্য মিলবে মাসিক 23,100 টাকা।
আবেদন করার জন্য সময়সীমা
22.03.2023 অর্থাৎ ২২ মার্চ ২০২৩ তারিখের মধ্যে এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া করে ফেলতে হবে।
অনলাইন আবেদন ফি
UR, OBC, WOMEN প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 885 টাকা দিতে হবে। এবং SC, ST, PH, EWS দের জন্য আবেদন মূল্য অনেকটা কমিয়ে মাত্র 531 টাকা ধার্য করা হয়েছে।
অনলাইন আবেদন প্রক্রিয়া
BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com এ গিয়ে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন মূল্যও অনলাইনে পেমেন্ট করতে হবে।
আবেদন করার আগে আবেদনকারীকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে তবেই আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে। নিচের দেওয়া লিংকে করে আপনি আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া
আবেদন করার পরে যোগ্য প্রার্থীদের মেসেজ বা মেল করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেখান থেকে প্রার্থী নিয়োগ করা হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার লিংক: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- মে মাসের মধ্যেই প্রাইমারি স্কুলে ১২ হাজার নিয়োগ
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩, শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হলো
- রাজ্যে ৪১ লাখ কর্মসংস্থান হবে, জানালেন মুখ্যমন্ত্রী
- রাজ্যে PA এবং MRW পদে চাকরি