কল্যাণী AIIMS অর্থাৎ অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স থেকে আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেবিষয়েও আমরা জানিয়েছিলাম। আপনি যদি আমাদের ওয়েবসাইটের রেগুলার ভিজিটার হয়ে থাকেন তাহলে এবিষয়ে আপনার জানা থাকবে।
আজকের এই কল্যাণী এইমসের নতুন চাকরির ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। তাই আপনি যদি চাকরির জন্য আবেদন করতে চান তাহলে কোন পদে নিওগ করা হবে, শিক্য়ষাগত যোগ্যতা কি থাকতে হবে, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া সহ নিয়োগের সমস্ত বিষয়াদি জেনে নিন।
Kalyani AIIMS Professor Recruitment Notice
নোটিশ নম্বরঃ 2544/E-12011/8/22-(FAC)
নোটিশ প্রকাশের তারিখঃ 13.12.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)
(1) পদের নামঃ প্রফেসর (Professor)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 14 A অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে MD বা MS পাশ করে থাকতে হবে। এছাড়াও 11 থেকে 14 বছরের শিক্ষকতার বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 58 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 20 টি।
(2) পদের নামঃ অ্যাডিশনাল প্রফেসর (Additional Professor)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 13 A2+ অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে MD বা MS পাশ করে থাকতে হবে। এছাড়াও 7 থেকে 10 বছরের শিক্ষকতার বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 58 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 16 টি।
(3) পদের নামঃ অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 13 A1+অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে MD বা MS পাশ করে থাকতে হবে। এছাড়াও 3 থেকে 6 বছরের শিক্ষকতার বা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 50 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 09 টি।
(4) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 12 অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে MD বা MS পাশ করে থাকতে হবে। এছাড়াও যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীদের বয়স 50 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের জন্য 5 বছরের এবং প্রার্থীদের জন্য 3 বছরের বয়সে ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ 19 টি।
আবেদন পদ্ধতি
কল্যাণী AIIMS থেকে প্রকাশিত এই চাকরির ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদনপত্রে হার্ডকপি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। এর জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা নিচে আলোচনা করা হলো
- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।
- রেজিস্ট্রেশনের পর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপরে নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী আবেদন পত্রটি পূরণ করতে হবে।
- আবেদনপত্র পূরণের সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- তারপরে কাস্ট অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
- সবশেষে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে ও সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি
এখানে জেনারেল ও OBC ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 1500 টাকা ও EWS/SC/ST ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকা ধার্য করা হয়েছে, এক্ষেত্রে PWD প্রার্থীদের কোনো আবেদন ফি নেওয়া হবে না।
আবেদনপত্র জমা দেওয়া ঠিকানা
To the Administrative Officer, Recruitment Cell, All India Institute Of Medical Science, Kalyani, NH-34 Connector, Basantapur, Saguna, Nadia, West Bengal – 741245.
আবেদন শেষ: নোটিশ প্রকাশের পর ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
কাজকর্ম WhatsApp গ্রুপ- Click Here
অফিসিয়াল নোটিশ- Download
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
আবেদন করার লিংক- Click Here
ডেইলি চাকরির আপডেট- Click Here