রাজ্যের নদীয়া জেলার AIIMS কল্যাণীতে সিনিসর রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। অনলাইনে আবেদন করতে হবে এবং কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। মাসিক বেতন কত, শূন্যপদ কয়টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন জানাতে হবে তা একে একে জেনে নিন।
নোটিশ নং – 417 /E-12015/ 10/23-(SR/T/JR)
নোটিশ প্রকাশ – 02.05.2023
যে পদে নিয়োগ হবে
সিনিয়র রেসিডেন্ট (Senior Resident) পদে নিয়োগ করা হবে।
Anaesthesia, Biochemistry, Dentistry, Dermatology, Endocrinology, Microbiology, Neurology, Urology ইত্যাদি সহ মোট 34 টি বিভাগে নিয়োগ করা হবে।
শূন্যপদ
মোট 153 টি শূন্যপদ রয়েছে এখানে।
শিক্ষাগত যোগ্যতা
MBBS গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্থাৎ MD/MS/DNB ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা
সর্বোচ্চ 45 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন
পে লেভেল 11 অনুসারে মাসিক 15,600 – 39,100+GP 6,600 (6th CPC) টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
অনলাইন এবং অফলাইন মোডে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
চাকরির চুক্তির সময়সীমা
3 বছরের জন্য নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
aiimskalyani.edu.in এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা
যারা ইন্টারভিউয়ের জন্য অফলাইন মোড বেছে নেবেন, তাদের ইন্টারভিউ নেওয়া হবে নীচের ঠিকানায়-
Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin – 741245.
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য কেবলমাত্র UR এবং OBC দের 1000 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনে 13.05.2023 তারিখের রাত 11.59 এর মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- সুপারভাইজার সহ অন্যান্য পদে চাকরি
- এই ব্যবসা করেও মাসে লাখ টাকা রোজগার সম্ভব
- জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরে নিয়োগ
- UPSC-এর মাধ্যমে মেডিক্যাল সার্ভিসে চাকরি