প্রতিদিনের মতো আজকেও নতুন একটি নিয়োগের চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকের এই চাকরির আপডেট কল্যাণী AIIMS এর তরফ থেকে। কল্যাণী AIIMS-এ সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই চাকরির নিয়োগের ক্ষেত্রে দারুন বিষয় হচ্ছে, লিখিত কোনো পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
শুন্যপদ কয়টি আছে, শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগবে, মাসিক বেতন কত দেওয়া হবে, ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে এবং নিয়োগের অন্যান্য সমস্ত বিষয় এক এক করে নিচে জানানো হয়েছে।
Kalyani AIIMS Senior Resident Recruitment
নোটিশ নম্বরঃ 3569/E-12015/2/21-(SR/T/JR) (corrigendum)
নোটিশ প্রকাশের তারিখঃ 23.03.2022
পদের নামঃ সিনিয়র রেসিডেন্ট (Senior Resident)
বেতনঃ প্রতি মাসে 15,600 – 39,100 টাকা। সেইসাথে 6,600 টাকার গ্রেড পে দেওয়া হবে।
বয়সসীমাঃ সিনিয়র রেসিডেন্ট পদের জন্য প্রার্থীর বয়স 45 বছরের কম থাকতে হবে।
বয়সের ছাড়ঃ
- SC/ST- 5 বছর
- OBC- 3 বছর
- PwD (OPH)- 10 বছর
শিক্ষাগত যোগ্যতাঃ পোষ্ট গ্র্যাজুয়েশন মেডিক্যাল ডিগ্রি (MD/MS/DNB) থাকতে হবে।
শুন্যপদঃ মোট 26 টি শুন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি ইন্টারভিউ (Walk in Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ এবং সময়ঃ
ইন্টারভিউয়ের স্থানঃ Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin -741245.
আবেদন প্রক্রিয়াঃ ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে একটি আপ্লিকেশন (আবেদন) ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে। ঐ আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশে রয়েছে। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তাদের প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। তারপর নোটিশের ৭ নম্বর পেজে থাকা ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করতে হবে।
আবেদন ফিঃ
- General এবং OBC প্রার্থীদের আবেদন ফি লাগবে 1000 টাকা
- SC/ST/PWD/মহিলা দের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা করতে হবে না।
- ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
- AIIMS Kalyani Internal Resources Account- এর ফেবারে ডিমান্ড ড্রাফট করতে হবে।
WBP কনস্টেবল মেন পরীক্ষার প্রস্তুতি নিতে, এই বইটি সঙ্গে রাখুন |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের কৃষি দপ্তরে নিয়োগ
- রাজ্যের জেলার গ্রাম পঞ্চায়েতে চাকরি
- উচ্চমাধ্যমিক পাশে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ