পশ্চিমবঙ্গে অবস্থিত কল্যানীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (Indian institute of Information Technology IIIT) এর তরফ থেকে গ্রুপ-ডি (Group D) পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি (Vacancy) রয়েছে। পশ্চিমবঙ্গের সব কয়টি জেলা থেকেই চাকরি প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস সহ দরকারি কিছু শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে।
গ্রুপ ডি কোন পদে নিয়োগ করা হচ্ছে, ছেলে এবং মেয়েদের জন্য ভ্যাকান্সি অর্থাৎ শূন্য পদের সংখ্যা কয়টি রয়েছে, প্রতি মাসে মোটামুটি কেমন বেতন দেওয়া হবে, কিভাবে নিয়োগ করা হবে এবং কোন পদ্ধতিতে আবেদন করতে হবে তা সবিস্তারে জেনে নিন।
Kalyani IIIT Group D Caretaker Recruitment
নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর: IIITK/Rectt/NF/22-23/30
বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ: 18/01/2023
যে পদে নিয়োগ করা হবে:
হোস্টেল রেসিডেন্ট কেয়ারটেকার- গ্রুপ-ডি (Hostel Resident Caretaker)
চাকরির মাসিক বেতন:
প্রতিমাসে 14,482 টাকা সেইসঙ্গে EPF এবং ESI দেওয়া হবে।
চাকরির জন্য বয়সসীমা:
২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ৫০ বছরের কম থাকতে হবে।
শূন্য পদের সংখ্যা:
- পুরুষ (বয়েজ হোস্টেল)- ২ টি
- মহিলা (লেডিস হোস্টেল)- ১ টি
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত কোন পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে উক্ত কেয়ার টেকার পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ এবং স্থান পরবর্তীতে আবেদনকারীদের ইমেইল অথবা মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) অফলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য একটি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। ওই ফর্মটি কল্যাণীর IIIT এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
(2) তবে আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ফর্ম ডাউনলোড করার ডাইরেক্ট লিংক আমরা নিচে দিয়েছি। ওখানে ক্লিক করে সরাসরি ফর্মটি নিজের মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন।
(3) ডাউনলোড করা ওই ফর্মটি প্রিন্ট করার পরে আবেদনকারীকে তার নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সহ দরকারি সমস্ত সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
(4) এরপর ফিলাপ করা ফর্ম এর সাথে দরকারি ডকুমেন্টস গুলিকে জুড়ে দিয়ে সেগুলোকে একসঙ্গে নিয়ে একটি পিডিএফ (PDF) বানাতে হবে।
(5) ওই পিডিএফ ফাইলটি এই ইমেইলে [email protected] পাঠাতে হবে।
(6) ইমেইলে পাঠানো হয়ে গেলে আবেদনপত্র এবং ওই ডকুমেন্টস এর কাগজগুলি একসঙ্গে নিয়ে একটি খামের মধ্যে ভরতে হবে। এরপর আবেদনপত্রসহ ওই খামটিকে নিচের দেওয়া ঠিকানায় ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
দরকারী শিক্ষাগত যোগ্যতা:
- উচ্চ মাধ্যমিক (HS Pass) পাস হতে হবে।
- নামকরা অথবা স্বীকৃত কোন প্রতিষ্ঠানের হোস্টেলে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
- ইংরেজি, হিন্দি বাংলা অথবা স্থানীয় ভাষায় কথা বলতে পারতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু- 18/01/2023 (18 জানুয়ারি 2023)
আবেদন শেষ- 20/02/2023 (20 ফেব্রুয়ারি 2023)
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ ডেইলি চাকরির আপডেট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে MT স্টাফ নিয়োগ
- Bank of India-তে অনেকগুলি শূন্যপদে চাকরি
- স্কুল শিক্ষকদের সুখের দিন ফুরোলো! ট্রান্সফার নিয়ে শুরু সমস্যা