কল্যাণী ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (NIBMG)-এ স্থায়ী গ্রুপ-C কর্মী নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই আমরা এই চাকরির আপডেট দিচ্ছি। এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করা যাবে।
আবেদন করার আগে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে জেনে তারপর আবেদন করতে হবে।
চলুন এইবার আমরা জেনে নিই- ঠিক কোন পদের চাকরিতে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে, আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয় সম্পর্কে।
নোটিশ নম্বরঃ NIBMG/ESTB/ADMIN/2022-23/015
নোটিশ প্রকাশের তারিখঃ 08.04.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান (Technical Assistant / Senior Laboratory Technician)
বেতনঃ পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 – 30 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে Bachelor of Science/ Bachelor of Technology/ Master of Science- এর মধ্যে যেকোনো একটির ডিগ্রি থাকতে হবে। সেইসাথে টেকনোলজি প্ল্যাটফর্মে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদঃ 1 টি (OBC)
নিয়োগ প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (NIBMG)-এর অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনের আবেদন করার পর আবেদনপত্রের হার্ড কপি প্রিন্ট করে একটি ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্রের হার্ড কপির সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে সেগুলিকে একটি খামে ভরতে হবে। তারপর ঐ খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) Account Payee Demand Draft of Rs 100/- (Rupees One Hundred only). (Not applicable to SC/ST/PwD/Ex-SM candidates) Candidate should write their name, POST ID, on the reverse of the Bank Draft.
(2) Recent Passport Size Photograph
(3) CV of the Applicant.
(4) Documents related to Essential Qualification
(5) Documents related to desirable Qualification
(6) Documents related to Other Qualifications
(7) Documents related to Experience
আবেদনপত্রের হার্ড কপি পাঠানোর ঠিকানাঃ
To
The Director,
National Institute of Biomedical Genomics,
P.O.: NSS, Kalyani- 741251, West Bengal, India.
আবেদন ফিঃ
ডিমান্ড ড্রাফটের মাধ্যমে 100 টাকার আবেদন ফি জমা করতে হবে। NATIONAL INSTITUTE OF BIOMEDICAL GENOMICS-এর ফেবারে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। SC/ST/PwD/Ex-SM শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 28.04.2022 |
আবেদন শুরু | 28.04.2022 |
আবেদন শেষ | 28.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-