রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মুর্শিদাবাদ জেলাতে কন্যাশ্রী প্রকল্পে কাজ করার জন্য বেশ কিছু শূন্যপদে গ্রুপ-C সাপোর্ট স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। বিশদে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
বিজ্ঞপ্তি নং- 132 /SW(KP)/MSD/23
বিজ্ঞপ্তি প্রকাশ- 14/07/2023
নিয়োগের বিস্তারিত তথ্য
(1) পদের নাম- অ্যাকাউনটেন্ট / Accountant
শূন্যপদ
এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। B.Com পাশ এবং Accountancy তে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে। থাকতে হবে ট্যালি নিয়ে সম্যক ধারণাও।
বয়সসীমা
18 বছর থেকে সর্বোচ্চ 37 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
প্রতি মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
(2) পদের নাম- ডাটা ম্যানেজার / Data Manager
শূন্যপদ
এখানে মোট 8 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে এবং 30 wpm টাইপিং স্পিড থাকতে হবে। পাশাপাশি 1 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বয়সসীমা
18 বছর থেকে সর্বোচ্চ 37 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
প্রতি মাসে 11,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ প্রক্রিয়া
MCQ ধরণের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 5 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
Kanyashree DPMU office (Room No. 2, Kanyashree & Kanyashree Cell of Murshidabad Collectorate, New Building at Berhampore, Barrack Square, Murshidabad, PIN- 742101)।
আবেদনের তারিখ
এখানে আবেদন পাঠাবার শেষ দিন 04/08/2023 তারিখের বিকেল 5 টা পর্যন্ত।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- জেলা শিশু সুরক্ষা দফতরে চাকরি
- IIT খড়গপুরে নন টিচিং স্টাফ নিয়োগ
- কল্যানী AIIMS এ 26 হাজার 100 টাকা মাসিক বেতনচাকরির
- প্রাইমারি শিক্ষক নিয়োগের নিয়ে মুখ খুললেন গৌতম পাল
- দক্ষিণ পূর্ব রেলে চাকরি, প্রতিমাসে 32 হাজার টাকা বেতন