রাজ্যের কাটোয়া সরকারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (ডি.এল.এড কলেজে) হোস্টেল ওয়ার্ডেন এবং গেস্ট লেকচারার পদে নিয়োগ চলছে। রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নতুন এবং রিটায়ার্ড সকল প্রার্থীরাই এখানে আবেদন যোগ্য। নিয়োগটি সম্পূর্ণ রূপে অস্থায়ী চুক্তি ভিত্তিক হবে। বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম, বেতন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য
1. পদের নাম- হস্টেল ওয়ার্ডেন / Hostel Warden
শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – কেবলমাত্র মহিলারাই এই পদে আবেদন করার জন্য যোগ্য। হোটেল ম্যানেজমেন্ট স্কিল সহ গ্র্যাজুয়েট হলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
বয়সসীমা – সর্বোচ্চ 63 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – DRW নিয়ম অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে।
2. পদের নাম- গেস্ট লেকচারার / Guest Lecturer (Maths)
শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – এখানে আবেদন করার জন্য অঙ্কে M.Sc সহ M.Ed অথবা এডুকেশনে M.A থাকতে হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 63 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – ক্লাস প্রতি 400 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।
3. পদের নাম- গেস্ট লেকচারার / Guest Lecturer (Education)
শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – এখানে আবেদন করার জন্য Social sciences / Humanities / Maths এ মাস্টার্স সহ M.Ed অথবা এডুকেশনে M.A থাকতে হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 63 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – ক্লাস প্রতি 400 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।
4. পদের নাম- গেস্ট লেকচারার / Guest Lecturer ( Physical Education)
শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – এখানে আবেদন করার জন্য 50 শতাংশ নম্বর সহ M.P.Ed পাশ থাকতে হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 63 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – ক্লাস প্রতি 400 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অফলাইনে। নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 3 নং পাতায় থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে নিজের যাবতীয় সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে কলেজ অফিসে দিয়ে আসতে হবে।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন করার শেষ দিন 31/05/2023 তারিখের বিকেল 4 টের সময়।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের ভূমি দপ্তরের চাকরিতে নিয়োগ
- রাজ্যের সমাজ কল্যান দপ্তরে গ্রুপ-সি, গ্রুপ-ডি নিয়োগ
- রাজ্যের জেলা আদালতে গ্রুপ-C, গ্রুপ-D চাকরি
- স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতিতে চাকরি