কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ, TET ছাড়াই চাকরির সুযোগ | Kendriya Vidyalaya Raninagar Recruitment

Kendriya Vidyalaya Raninagar Recruitment 2023

রাজ্যের স্কুলগুলোতে নিয়োগ বন্ধ বেশ কয়েক বছর ধরেই। তাই যারা শিক্ষক শিক্ষিকা হবার স্বপ্ন দেখছেন, তাদের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় নিয়ে এসেছে চাকরির একটি বড়ো সুযোগ। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার কেন্দ্রীয় বিদ্যালয় BSF রানীনগরে নন টিচিং স্টাফ ও শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে।

পদের বিস্তারিত বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতা

(1) গেমস কোচ (Games Coach) 

শিক্ষাগত যোগ্যতা- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Physical Education বা সমমানের কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্ৰি ও ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। সাথে National/State লেভেলের কোনো খেলায় অংশগ্রহণ করে থাকতে হবে।

বয়সসীমা- এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে।

বেতনক্রম- নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২১,২৫০ টাকা করে বেতন দেওয়া হবে।
Primary Teacher (PRT)

(2) ডান্স/ মিউজিক ইন্সট্রাকটর (Dance/Music Instructor) 

শিক্ষাগত যোগ্যতা- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অন্তত পক্ষে ৫০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সাথে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে  Dance/Music নিয়ে ব্যাচেলর ডিগ্ৰি পাস করে থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় শিক্ষা দেওয়াতে দক্ষ হতে হবে।
এখানে কোনো আবেদনকারীর যদি কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকে তাহলে তাকে অগ্ৰাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮-৬৫ বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম- এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২১,২৫০ টাকা করে বেতন দেওয়া হবে।

(3) ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার (Trained Graduate Teacher-Art Education)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Drawing এ ৫ বছরের ডিপ্লোমা কোর্স এবং Painting/Sculpture/Graphic Art বা সমমানের কোনো বিষয়ে ডিগ্ৰি কোর্স Complete করে থাকতে হবে।
সাথে ইংরেজি ও হিন্দি ভাষায় শিক্ষা দেওয়াতে দক্ষ হতে হবে।

বয়সসীমা- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে।

বেতনক্রম- নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৬,২৫০ টাকা করে বেতন দেওয়া হবে।

(4) ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার (Trained Graduate Teacher- English, Sanskrit)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো একটি বিষয়ে অন্তত পক্ষে ৫০ % নম্বর পেয়ে স্নাতক ডিগ্ৰি পাস করে থাকতে হবে।
সাথে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Ed কোর্স Complete করে থাকতে হবে।
পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় শিক্ষা দেওয়াতে দক্ষ হতে হবে।

বয়সসীমা- আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে।
Trained Graduate Teacher (Science, Mathematics)
এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো একটি বিষয়ে অন্তত পক্ষে ৫০ % নম্বর পেয়ে স্নাতক ডিগ্ৰি পাস করে থাকতে হবে।
সাথে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Ed কোর্স Complete করে থাকতে হবে।
পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় শিক্ষা দেওয়াতে দক্ষ হতে হবে।

বয়সসীমা- আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে।

(5) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (Post Graduate Teacher- Computer Science)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Computer Science এ অন্তত পক্ষে ৫০ % নম্বর পেয়ে মাস্টার ডিগ্ৰি পাস করে থাকতে হবে। সাথে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Ed কোর্স Complete করে থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় শিক্ষা দেওয়াতে দক্ষ হতে হবে।

বয়সসীমা- আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে।

বেতনক্রম- নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৭,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

(6) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (Post Graduate Teacher- Hindi, Biology, English)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে সংশ্লিষ্ট বিষয় গুলির মধ্যে যে কোনো একটি বিষয়ে অন্তত পক্ষে ৫০ % নম্বর পেয়ে মাস্টার ডিগ্ৰি পাস করে থাকতে হবে। সাথে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Ed কোর্স Complete করে থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় শিক্ষা দেওয়াতে দক্ষ হতে হবে।

বয়সসীমা- আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে।

বেতনক্রম- নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৭,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

(7) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (Post Graduate Teacher- Physics, Chemistry, Mathematics, History, Geography, Economics)

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে সংশ্লিষ্ট বিষয় গুলির মধ্যে যে কোনো একটি বিষয়ে অন্তত পক্ষে ৫০ % নম্বর পেয়ে মাস্টার ডিগ্ৰি পাস করে থাকতে হবে। সাথে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Ed কোর্স Complete করে থাকতে হবে।
পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় শিক্ষা দেওয়াতে দক্ষ হতে হবে।

বয়সসীমা- আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে।

বেতনক্রম- নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৭,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
এখানে মোট শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

আবেদনের সময়সীমা

এখানে অনলাইনে Google ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। ০৩/০৩/২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৫/০৩/২০২৩ পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া

এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স নিয়ে যেতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ

২৩ ২৪ শে মার্চ (23.03.2023 এবং 24.03.2023) এই দুই দিন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

ইন্টারভিউ যে ঠিকানায় নেওয়া হবে

Kendriya Vidyalaya BSF Raninagar, P.O-Patkata, Dist-Jalpaiguri, Pin-735133. 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার Form: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আরো চাকরি 👇👇 

💡 পরিবেশ ভবনে ক্লার্ক, MTS সহ অনেকগুলো পদে চাকরি

💡 রাজ্যজুড়ে কৃষি দপ্তর, গ্রন্থাগার সহ বিভিন্ন দফতরে কয়েক হাজার চাকরি

💡 রাজ্যের আয়ুষ সমিতিতে গ্রুপ-ডি সহ বিভিন্ন পদে চাকরি