দক্ষিণ-পুর্ব রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেনটিস নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খরগপুর সহ বিভিন্ন ডিভিশনের অনেকগুলি ট্রেডে নিয়োগ করা হচ্ছে। এই মুহুর্তে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। রাজ্যের ঠিক কোন কোন ডিভিশনে কতগুলি শুন্যপদ আছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আবেদন করার আগে জেনে নিন।
Kharagpur and Others Railway Division Recruitment
নোটিশ নম্বরঃ SER/P-HQ/RRC/Act Apprentices/2021-22
যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
(1) ফিটার
(2) টার্নার
(3) ইলেকট্রিশিয়ান
(4) ওয়েল্ডার
(5) মেকানিক-ডিজেল
(6) মেশিনিস্ট
(7) পেইন্টার
(8) রেফ্রিজারেটার অ্যান্ড এসি মেকানিক
যেসমস্ত ডিভিশনে নিয়োগ করা হবেঃ
- খড়গপুর (Kharagpur)
- চক্রধরপুর (Chakradharpur)
- আদ্রা (Adra)
- রাঁচি (Ranchi)
1. Kharagpur Workshop | 16. Track Machine Workshop/SINI |
2. Signal & Telecom (Workshop)/ Kharagpur | 17. SSE(Works)/Engg/ Chakradharpur |
3. Track Machine Workshop/ Kharagpur | 18. Electric Loco Shed/Bondamunda |
4. (SSE Work)/ Engg/ Kharagpur | 19. Diesel Loco Shed/Bondamunda |
5. Carriage & Wagon Depot/ Kharagpur | 20. Sr. DEE(G)/ADRA |
6. Diesel Loco Shed/ Kharagpur | 21. Carriage & Wagon Depot/ADRA |
7. Sr. DEE(G)/ Kharagpur | 22. Diesel Loco Shed/BKSC |
8. TRD Depot/ Electrical/ Kharagpur | 23. TRD Depot/Electrical/ADRA |
9. EMU Shed/Elctrical/TPKR | 24. Electric Loco Shed/BKSC |
10. Electric Loco Shed/Satragachi | 25. Flash Butt Welding Plant/JHARSUGUDA |
11. Sr. DEE(G)/Chakradharpur | 26. SSE(Works)/Engg/ADRA |
12. Electric Traction Depot/ Chakradharpur | 27. Carriage & Wagon Depot/RANCHI |
13. Carriage & Wagon Depot/ Chakradharpur | 28. SR.DEE(G)RANCHI |
14. Electric Loco Shed/Tata | 29. TRD Depot/Electrical/RANCHI |
15. Engineering Workshop/SINI | 30. SSE(Works)/Engg/RANCHI |
ডিভিশন অনুযায়ী শুন্যপদঃ
1. Kharagpur Workshop- 360 (UR-182, OBC-98, SC-53, ST-27)
2. Signal & Telecom (Workshop)/ Kharagpur- 87 (UR-44, OBC-25 SC-12, ST-6)
3. Track Machine Workshop/ Kharagpur- 120 (UR-59, OBC-33, SC-19 ST-9)
4. (SSE Work)/ Engg/ Kharagpur- 28 (UR-14, OBC-8, SC-4, ST-2)
5. Carriage & Wagon Depot/ Kharagpur- 121 (UR-62, OBC-33, SC-17, ST-9)
6. Diesel Loco Shed/ Kharagpur- 50 (UR-28, OBC-12, SC-7, ST-3)
7. Sr. DEE(G)/ Kharagpur- 90 (UR-46, OBC-24, SC-14, ST-6)
8. TRD Depot/ Electrical/ Kharagpur- 40 (UR-20, OBC-10, SC-6, ST-4)
9. EMU Shed/Elctrical/TPKR- 40 (UR-20, OBC-12, SC-4, ST-4)
10. Electric Loco Shed/Satragachi- 36 (UR-18, OBC-10, SC-4, ST-4)
11. Sr. DEE(G)/Chakradharpur- 93 (UR-47, OBC-25, SC-13, ST-8)
12. Electric Traction Depot/ Chakradharpur- 30 (UR-15, OBC-8, SC-4, ST-3)
13. Carriage & Wagon Depot/ Chakradharpur- 65 (UR-35, OBC-16, SC-9, ST-5)
14. Electric Loco Shed/Tata- 72 (UR-37, OBC-19, SC-10, ST-6)
15. Engineering Workshop/SINI- 100 (UR-51, OBC-25, SC-17, ST-7)
16. Track Machine Workshop/SINI- 7 (UR-4, OBC-2, SC-1)
17. SSE(Works)/Engg/ Chakradharpur- 26 (UR-12, OBC-8, SC-4, ST-2)
18. Electric Loco Shed/Bondamunda- 50 (UR-26, OBC-14, SC-6, ST-4)
19. Diesel Loco Shed/Bondamunda- 52 (UR-29, OBC-13, SC-7, ST-3)
20. Sr. DEE(G)/ADRA- 30 (UR-26, OBC-8, SC-5, ST-1)
21. Carriage & Wagon Depot/ADRA- 65 (UR-33, OBC-18, SC-9, ST-5)
22. Diesel Loco Shed/BKSC- 33 (UR-17, OBC-9, SC-5, ST-2)
23. TRD Depot/Electrical/ADRA- 30 (UR-15, OBC-8, SC-4, ST-3)
24. Electric Loco Shed/BKSC- 31 (UR-15, OBC-9, SC-4, ST-3)
25. Flash Butt Welding Plant/JHARSUGUDA- 25 (UR-14, OBC-7, SC-4)
26. SSE(Works)/Engg/ADRA- 24 (UR-12, OBC-6, SC-4, ST-2)
27. Carriage & Wagon Depot/RANCHI- 30 (UR-15, OBC-8, SC-4, ST-3)
28. SR.DEE(G)RANCHI- 30 (UR-16, OBC-9, SC-4, ST-1)
29. TRD Depot/Electrical/RANCHI- 10 (UR-6, OBC-2, SC-2)
30. SSE(Works)/Engg/RANCHI- 10 (UR-6, OBC-2, SC-2)
বয়সসীমাঃ
প্রতিটি ট্রেডের জন্য আবেদরকারীর বয়স 15-24 বছরের মধ্যে হতে হবে। 01.01.2022 তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে। SC, ST শ্রেনিরা পাঁচ বছরের এবং OBC শ্রেনিরা তিন বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে এবং নির্দিষ্ট ট্রেডের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতিঃ
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (appr-recruit.co.in) থেকে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। সেইসাথে আবেদনকারীকে তার যাবতীয় তথ্য পূরণ করতে হবে এবং আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
আবেদন ফিঃ
100 টাকার আবেদন ফি অনলাইনে জমা করতে হবে। SC, ST, PWD এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 15.11.2021 |
আবেদন শুরু | 15.11.2021 |
আবেদন শেষ | 14.12.2021 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো চাকরির আপডেট |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।