পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ‘খাত্রা আদিবাসি মহাবিদ্যালয়’ বা কলেজে গ্রুপ-D কর্মী নিয়োগ করা হবে। ঐ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরিগুলি গুলি মূলত সংরক্ষিত শ্রেনিদের জন্য। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশে বেশ কয়েকটি গ্রুপ-ডি পোষ্টে নিয়োগ করা হবে। তাহলে এইবার কলেজের গ্রুপ-ডি নন টিচিং পোষ্ট গুলির সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
Khatra Adibasi Mahavidyalaya Group D Recruitment
বিজ্ঞপ্তি নম্বরঃ KAM/Appt/NTS/2021-22/04
নোটিশ প্রকাশের তারিখঃ 18 নভেম্বর 2021
যেসমস্ত গ্রুপ-D পোষ্টে নিয়োগ করা হবেঃ
(1) ল্যাব অ্যাটেনড্যান্ট (Geography)
(2) ল্যাব অ্যাটেনড্যান্ট (Chemistry)
(3) পিওন
শুন্যপদ, যোগ্যতা, বেতন, বয়সসীমাঃ
(1) পোষ্টের নাম- ল্যাব অ্যাটেনড্যান্ট (Geography)- গ্রুপ D
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ করতে হবে। সেইসাথে সরকারি নিয়ম অনুযায়ী অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 (ST)
(2) পোষ্টের নাম- ল্যাব অ্যাটেনড্যান্ট (Chemistry) গ্রুপ D
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ করতে হবে। সেইসাথে সরকারি নিয়ম অনুযায়ী অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 (SC)
(3) পোষ্টের নাম- পিওন গ্রুপ D
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি পাশ করা থাকলেই আবেদন করা যাবে।
শুন্যপদ- 1 (SC)
বেতনঃ
প্রতি মাসে 4900-16,200 টাকা সঙ্গে 1700 টাকার গ্রেড পে।
বয়সসীমাঃ
আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে। ST, SC শ্রেনিরা বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়াঃ
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ
05.12.2021 তারিখ সকাল 10.00 টার সময় ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
ইন্টারভিউয়ের স্থানঃ
Bankura Sammilani College, Bankura, W.B.
আবেদন প্রক্রিয়াঃ
আলাদা করে আবেদন করার দরকার নেই। ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে একটি ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশেই দেওয়া আছে। তাই সর্বপ্রথমে নোটিশটি ডাউনলোড করে ঐ ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর সেটি ফিল আপ করতে হবে এবং ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।