রাজ্যে মোডিফাইড ফুড সেফটি (Modified Food Safety)-তে গ্রুপ ডি কর্মী নিয়োগ (Group D Recruitment) করার জন্য অফিসিয়াল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ Kolkata Municipal Corporation-এ নিয়োগটি করা হবে। এর জন্য এই মুহুর্তে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন করতে চাইলে আজকের এই নিয়োগের বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ন তথ্যগুলি নিচে থেকে মনোযোগ সহকারে একবার ভালো করে দেখে নিন। তারপর আবেদন করুন।
যে সমস্ত গ্রুপ-D পদে নিয়োগ হবে
(1) অ্যানালিস্ট (Analyst) এবং
(2) ড্রাইভার (Driver) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা
দুটি পদের ক্ষেত্রেই একটি করে মোট দুইটি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
(1) অ্যানালিস্ট(Analyst)
- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Chemistry/biochemistry/Microbiology/Dairy Chemistry তে গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি পাস করে থাকতে হবে।
- অথবা, Dairy Technology/Food Technology/Bio Technology তে ব্যাচেলর ডিগ্ৰি পাস করে থাকতে হবে।
- সাথে নূন্যতম ২ বছর Laboratory তে Food and Water analysis এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(2) ড্রাইভার (Driver)
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকারি স্কুল থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস (Eight Pass) করে থাকতে হবে।
সাথে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি, যন্ত্রচালিত যানবাহন চালানোর ক্ষেত্রে কমকরে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিউটি চলাকালীন চলমান অবস্থায় যদি কখনো যন্ত্রচালিত যানবাহন খারাপ হয়ে যায় তাহলে তা সারানোর মতো দক্ষতা থাকলে এক্ষেত্রে অগ্ৰাধিকার পাওয়া যাবে।
বয়সসীমা
(1) Analyst
এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
(2) Driver
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বনিম্ন ২৫ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম
(1) Analyst
এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
(2) Driver
এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১১,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগের প্রার্থী বাছাই প্রক্রিয়া
সরাসরি ইন্টারভিয়ের মাধ্যমে গ্রুপ-ডি পদের জন্য লোক বাছাই করে নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান
(1) Analyst পদে কর্মী নিয়োগের জন্য আগামী ২০/০৩/২০২৩ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা এই পদের জন্য ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা নিম্মলিখিত ঠিকানায় নির্দিষ্ট দিনে বেলা ১১.৩০-১২.৩০ এর মধ্যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন।
(2) Driver পদে কর্মী নিয়োগের জন্য আগামী ২১/০৩/২০২৩ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা এই পদের জন্য ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা নিম্মলিখিত ঠিকানায় নির্দিষ্ট দিনে বেলা ১১.৩০-১২.৩০ এর মধ্যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নীচের জায়গায় পৌঁছে যাবেন।
ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল
Room No-137, 1st Floor, “Chief Municipal Health Officer”, CMO Building, 5 S.N Banerjee Road, Kolkata-700013.
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- হলদিয়ার IOCL-এ চাকরির আবেদন শুরু হলো
- পরিবেশ ভবনে ক্লার্ক, MTS সহ অনেকগুলো পদে চাকরি
- ৩৫ হাজার টাকা বেতনে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে চাকরি