কলকাতা এশিয়াটিক সোসাইটিতে গ্রুপ-C পদে চাকরি, 25 হাজার 500 টাকা থেকে বেতন শুরু

Kolkata Asiatic Society Group C Recruitment 2022

কলকাতা এশিয়াটিক সোসাইটিতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রথমেই জানিয়ে রাখি, এই সংস্থাটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার দ্বারা পরিচালিত হয়ে থাকে। এখানে গ্রুপ সি চাকরির জন্য এশিয়াটিক সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

এশিয়াটিক সোসাইটিতে গ্রুপ সি ঠিক কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদ কয়টি রয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়স সীমা কত থাকলে আবেদন করা যাবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়গুলি নিছে থেকে এক এক করে জেনে নিন। 

Kolkata Asiatic Society Group C Recruitment 2022

Kolkata Asiatic Society Group C Recruitment 2022

অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: TASK/2022/02

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 14/10/2022

আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নাম: পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার (Publication Assistant Cum Proof Reader)

বেতন: পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 থেকে 81,100 টাকা দেওয়া হবে। 

বয়সসীমা: উক্ত পদের জন্য আবেদন করতে হলে আদনকারীর বয়স 27 বছরের কম থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। সেই সাথে প্রুভ রিডিং এবং পাবলিকেশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

শূন্যপদ: 1 টি (UR) 

আবেদন প্রক্রিয়া: 

এশিয়াটিক সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার অফিশিয়াল লিংক নিচে দেওয়া রয়েছে। 

ওই লিংকে ক্লিক করলেই আবেদন করার মেন পেজ খুলে যাবে। সেখানে আবেদনকারী কে তার নাম, বাবার নাম, জন্মতারিখ, কাস্ট, ঠিকানা সহ ইত্যাদি তথ্য পূরণ করতে হবে। 

অনলাইন আবেদনপত্র পূরণ করার সময় দরকারি কিছু ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। অনলাইনে ফর্ম ফিলাপ এবং ডকুমেন্টস আপলোড করার পর নিচে থাকা হলুদ কালারের সাবমিট (Submit) বাটনের উপরে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আবেদন ফি: 

আবেদন ফি বাবদ 300 টাকা পে করতে হবে। এশিয়াটিক সোসাইটির ব্যাংক একাউন্টে সরাসরি আবেদন ফি জমা করে দিতে হবে। আবেদন ফি জমা করার ব্যাংক একাউন্ট ডিটেলস অফিশিয়াল বিজ্ঞপ্তির ২ নম্বর পেজে দেওয়া রয়েছে। 

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন। 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 14.10.2022
আবেদন শুরু 18.10.2022
আবেদন শেষ 30.11.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন- Click Here

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 মাধ্যমিক পাশে রেলের IRCTC-তে কর্মী নিয়োগ

🎯 B.Ed পাশেরা কি প্রাইমারি টেট দিতে পারবে?

🎯 কোচিন শিপইয়ার্ড লিমিটেডে বিনামূল্যে প্রশিক্ষণ করে চাকরি