কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে কর্মী নিয়োগের জন্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হল। এই নিয়োগটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনে করা হবে।
পশ্চিমবঙ্গেই নিয়োগ করা হবে, তাই রাজ্যের সব জেলা থেকেই ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
তাই আবেদনের আগে কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদ কয়টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আবেদন করতে পারবেন, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি নিয়োগের তথ্যগুলি এক এক করে জেনে নিন।
Kolkata Birla Museum Recruitment 2023
Notice Advertisement Number: 1/2024
নোটিশ প্রকাশের তারিখ: 28/12/2022
আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
কলকাতা বিড়লা মিউজিয়ামে নিয়োগের বিস্তারিত তথ্য (Kolkata Birla Museum Recruitment Details)
পদের নাম:
টেকনিশিয়ান ‘A’ (Technician ‘A’)
মাসিক বেতন:
লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,000 থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে। তবে চাকরির শুরুতেই প্রতি মাসে মোটামুটি 34,725 টাকা বেতন থাকবে।
বয়সসীমা:
28.01.2023 তারিখ অনুযায়ী আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণী অর্থাৎ SC, ST, OBC-রা বয়সের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা:
- মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সাথে নির্দিষ্ট ট্রেডের আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে।
- দুই বছরের কোর্স করার পর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ:
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামে মোট 2 টি শূন্যপদ থাকায় নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান:
কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক এই পেজের নিচে দেওয়া রয়েছে।
(3) নিচের আবেদন করার লিংকে ক্লিক করার পর দুটি অপশন আসবে। ক্যাটিগারি অনুযায়ী যেকোনো একটি Apply Online লেখার উপরে ক্লিক করতে হবে।
(4) এবার নতুন একটি পেজ খুলবে যেখানে আবেদনকারীকে তার নাম, শিক্ষাগত যোগ্যতা সহ দরকারি বিভিন্ন তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
(5) ফর্ম ফিলাপ করে তথ্যগুলি একবার ভালো করে মিলিয়ে নিতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দিতে হবে।
আবেদন ফি:
- অনলাইনে আবেদন করার সময় আবেদনকারী কে 750 টাকা জমা করতে হবে।
- SC, ST, PWD Ex-Servicemen এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 28.12.2022 |
আবেদন শুরু | 03.01.2023 |
আবেদন শেষ | 28.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ISRO-তে গ্রুপ-সি ক্লার্ক নিয়োগ
🎯 ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় নিয়মের বড় পরিবর্তন