রাজ্যের কলকাতা জেলার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট অর্থাৎ CNCI-তে মেডিক্যাল সোশ্যাল অয়ার্কার, হেলথ অ্যাসিস্ট্যান্ট বেশ কয়েকটি পদে প্রার্থী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে। নিয়োগের জন্য লিখিত কোনো পরীক্ষা নেওয়া হবে না।
নোটিশ নম্বর – 662/2023
নোটিশ প্রকাশের তারিখ – 11.05.2023
1. পদের নাম- রিজিওনাল কোর্ডিনেটর / Regional Coordinator
শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 50 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 35,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে।
2. পদের নাম- মেডিকেল স্যোশাল ওয়ার্কার / Medical Social Worker
শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – MSW বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে প্রার্থীদের। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 40 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 32,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে।
3. পদের নাম- হেলথ অ্যাসিস্ট্যান্ট / Health Assistant (ANM)
শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – ANM ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 40 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 17,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আলাদা করে আবেদন করতে হবে না। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের আসল এবং জেরক্স কপি সাথে করে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ের স্থান
CNCI (Hazra campus) 5th floor Seminar room.
ইন্টারভিউয়ের সময়
- 1 এবং 2 নং পদের জন্য – 24 মে 2023 , 11am
- 3 নং পদের জন্য – 25 মে 2023 , 11am
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- কলকাতার সায়েন্স সিটিতে চাকরি
- একটানা 42 দিন ছুটি সরকারি কর্মীদের
- ICSI তে এক্সিকিউটিভ পদে চাকরি
- কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটে চাকরি