রাজ্যের ডি.এন. দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল (D.N.De Homoeopathic Medical College & Hospital) অর্থাৎ D.N.De HMCH, কলকাতাতে ফার্মাসিস্ট, গ্রুপ ডি (Group-D)-এর পদে নিয়োগের জন্য wbhealth.gov.in-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা 26-মে-2023 তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তি ভিত্তিক হবে। বিশদভাবে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নম্বর – DHC/EM 26/36/ 150 /2023-24
নোটিশ প্রকাশের তারিখ – 03.05.2023
1. পদের নাম- গ্রুপ ডি (Group D)
শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
বেতনক্রম – মাসিক 8,000 টাকা করে এখানে প্রার্থীকে বেতন দেওয়া হবে।
2. পদের নাম- ফার্মাসিস্ট (Homoeopathic Pharmacist)
শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
বেতনক্রম – মাসিক 10,000 টাকা করে এখানে প্রার্থীকে বেতন দেওয়া হবে।
বয়সসীমা
দুটি পদেই সর্বোচ্চ 64 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
কেবলমাত্র ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
বায়োডেটার সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ইন্টারভিউয়ের দিন সঠিক সময়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। এক্ষেত্রে আগে থেকে অনলাইনে আবেদন করার বা অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাবার কোনো প্রয়োজন নেই।
ইন্টারভিউয়ের স্থান
D. N. De Homoeopathic Medical College & Hospital.
ইন্টারভিউয়ের তারিখ
- গ্রুপ ডি পদের জন্য – 17/05/2023 তারিখের সকাল 11 টা।
- ফার্মাসিস্ট পদের জন্য – 26/05/2023 তারিখের সকাল 11 টা।
নিয়োগের ধরন
এখানের নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তি ভিত্তিক অর্থাৎ Contractual হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের IHFW তে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- কলকাতা পুলিশে ১২,৩৪১ টি শূন্যপদে নতুন নিয়োগ
- মাধ্যমিক পাশে রাজ্যের খাদ্য দফতরে ফুড SI নিয়োগ
- পশ্চিমবঙ্গের প্রাণী উন্নয়ন বিশ্ববিদ্যালয়ে চাকরি