চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অধীনে রাজ্যে ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
রাজ্যের অন্তর্গত 23 টি জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে সকলেই আবেদনের যোগ্য। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
এখানে আবেদন কিভাবে করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কতো, বেতন কতো দেওয়া হবে ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর নিচের প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হলো।
Kolkata Field Worker Recruitment
নোটিশ নম্বরঃ 650 /2022
আবেদনের মাধ্যমঃ কোনো প্রকার আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
ফিল্ড ওয়ার্কার (Field Worker)
বেতনঃ
এই পদের জন্য মাসিক 20 হাজার টাকা বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
রাজ্য সরকার বা ভারত সরকার দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ
আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের সময় সকালঃ 11.00 টা
ইন্টারভিউয়ের তারিখঃ 14.09.2022
ইন্টারভিউয়ের ঠিকানাঃ
Office of The Office Incharge (Hospital), 1st Floor Of Wing Hospital, CNCI Hazra campus.
ইন্টারভিউয়ের জন্য আবেদনঃ
এই পদের জন্য কোনো প্রকার আবেদন করতে হবে না।
একটি সাদা কাগজে নিজের বায়োডাটা (Bio-Data) তৈরি করতে হবে। বায়োডাটাতে নিজের নাম, যোগ্যতা, বয়স, ঠিকানা এছাড়াও আরো সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করতে হবে।
বায়োডাটা এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউয়ের দিন উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হতে হবে।
ইন্টারভিউয়ের জন্য দরকারি নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বায়োডাটা।
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের কৃষি দপ্তরের অধীনে কর্মী নিয়োগ- জারি হলো বিজ্ঞপ্তি
🎯 মাধ্যমিক পাশে স্থায়ী সরকারি চাকরি
🎯 AIIMS Group-C Recruitment: এইমস (AIIMS) এ গ্রুপ-C পদে চাকরি