রাজ্যের সরকারি মিউজিয়ামে চাকরি, বেশ কয়েক ধরনের পোস্টে নিয়োগ হবে

Kolkata Indian Museum Various Post Recruitment

পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম (যাদুঘর), ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এখানে সরাসরি নিয়োগের ভিত্তিতে নিম্নলিখিত বেশ কয়েক ধরনের পোস্টে শূন্যপদ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে। কোন কোন পোস্টে এই নিয়োগ হবে, কিভাবে আবেদন করতে হবে এবং নিয়োগের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচের থেকে এক এক করে জেনে নিন। 

নোটিশ নং – 03/ 2023

1. পদের নাম- কিউরেটর / CURATOR (Archaeology, Anthropology, Fine Arts and Crafts, Conservation)

শূন্যপদ – প্রতিটি বিভাগের জন্য 1 টি করে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকবে হবে। সাথে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। মিউজিয়ামে নূন্যতম 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 45 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বেতনক্রম – শুরুতে মাসিক 1,24,637 টাকা করে বেতন দেওয়া হবে।

2. পদের নাম- পাবলিকেশন অফিসার / Publication Officer

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – নির্দিষ্ট কয়েকটি বিষয়ে মাস্টার্স করে থাকলে এখানে আবেদন করা যাবে। সাথে প্রিন্টিং এ ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাবলিকেশন বিষয়ে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 45 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বেতনক্রম – শুরুতে মাসিক 1,24,637 টাকা করে বেতন দেওয়া হবে।

3. পদের নাম- ডেপুটি কিউরেটর / DEPUTY CURATOR (Conservation)

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – Chemistry বা Conservation বা Fine Arts এ মাস্টার্স ডিগ্রি এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 45 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বেতনক্রম – শুরুতে মাসিক 1,05,033 টাকা করে বেতন দেওয়া হবে।

4. পদের নাম- হেড মডেলার / HEAD MODELLER

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – Modelling sculpture এ ডিগ্রি বা ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – 30 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বেতনক্রম – শুরুতে মাসিক 64,938 টাকা করে বেতন দেওয়া হবে।

5. পদের নাম- লাইব্রেরী এবং ইনফরমেশন সায়েন্স অফিসার / LIBRARY AND INFORMATION OFFICER

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – Indian History বা Anthropology বা Arts এ মাস্টার্স ডিগ্রির সাথে Library Science এ ডিপ্লোমা করে থাকতে হবে। এর সাথে লাইব্রেরিতে 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 30 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বেতনক্রম – শুরুতে মাসিক 64,938 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তারপর সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্রটির একটি ছবি তুলে বা স্ক্যান করে PDF বানিয়ে তা মেল ও করে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

Director-in-charge, Indian Museum, 27 Jawaharlal Nehru Road, Kolkata-700016. 

মেল পাঠাবার আইডি

[email protected]

আবেদনের সময়সীমা

5 জুন, 2023 তারিখের মধ্যে আবেদনপত্রটি উক্ত ঠিকানায় পৌঁছে যেতে হবে। মেল পাঠানোর শেষ দিনও 05/06/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇