রাজ্যের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট কলকাতা (Indian Statistical Institute Kolkata) তে অস্থায়ী চুক্তির ভিত্তিতে অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যেরা সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। চাকরির শর্তাবলী, আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।
নোটিশ নং – PU/507/ADV/125
নোটিশ প্রকাশ – 10 May 2023
পদের নাম
রিসার্চ অ্যাসোসিয়েট / Research Associates
শূন্যপদ
মোট 3 টি শূন্যপদ রয়েছে।
দরকারি যোগ্যতা
এখানে আবেদন করার জন্য, প্রার্থীদের-
(1) Engineering (Mechanical Industrial/ Production), Statistics or Operations Research,
(2) Statistics or related fields,
(3) Mathematics/Statistics/ Computer Science,
(4) Engineering (Industrial Production), Mathematics, Statistics or Operations Research এ Ph.D করে থাকতে হবে। সাথে পোস্ট ডক্টরেট রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
47,000/- থেকে 54,000/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউ (Interview) এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
প্রার্থীদের 31 March 2024 তারিখ পর্যন্ত নিয়োগের চুক্তি করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য, প্রার্থীদের সিভি এবং প্রয়োজনীয় নথিপত্রসহ একটি সিঙ্গেল পিডিএফ তৈরি করে সেটি ইমেল করতে হবে নীচের ইমেল আইডিতে।
আবেদন পাঠাবার ইমেল আইডি
আবেদনের সময়সীমা
31/05/2023 তারিখ এখানে আবেদন পাঠাবার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ A, B, C পদে চাকরি
- সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি ২০২৩- আবেদন পদ্ধতি
- কেন্দ্রীয় বিদ্যুৎ দফতরে চাকরি, ২৫ হাজার টাকা মাসিক বেতন
- রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর পদে চাকরি