পশ্চিমবঙ্গের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC) এর তরফ থেকে একটি চাকরির নোটিশ প্রকাশিত হলো। এই নোটিশে জানানো হয়েছে যে এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় হেলথ ওয়ার্কার পদে নিয়োগ (HHW Recruitment) করা হবে।
এই পদের জন্য রাজ্যের অন্তর্গত সকল মহিলা চাকরিপ্রার্থীরা আবেদনের সু্যোগ পাবেন। এটি মহিলা চাকরি প্রার্থীদের জন্য এক দারুন সুযোগ হতে চলেছে। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
আসুন তাহলে বেশি সময় নষ্ট না করে এক নজরে দেখে নিই এই পদের জন্য আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কতো, বেতন কতো দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা কতো, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।
Kolkata Municipal Corporation HHW Recruitment
নোটিশ নম্বরঃ H/L/153/2022-23
নোটিশ প্রকাশের তারিখঃ 25.08.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Recruitment Details)
পদের নামঃ
অনোরারী হেলথ ওয়ার্কার (Honorary Health Worker)
বেতনঃ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্য প্রতিমাসে 4,500 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
আবেদন প্রার্থীকে যেকোনো স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।
বয়সসীমাঃ
01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ
এখানে সর্বমোট 127 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতিঃ
প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতিঃ
এখানে আবেদন করতে হবে সাধারণত অফলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিশের সাথে আবেদনপত্রটি পেয়ে যাবেন। এছাড়া আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন।
আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপরে, সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করে উল্লেখিত সমস্ত নথিপত্রগুলির সেল্ফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
সবশেষে আবেদনপত্র এবং নথিপত্রগুলি একটি মুখবন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় স্পীড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- ম্যারেজ সার্টিফিকেট।
- বিধবা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট।
- ডিভোর্স প্রার্থীদের ক্ষেত্রে কোর্টের অর্ডার।
- বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Municipal Commissioner, Kolkata Municipal Corporation, 5, S. N. Banerjee Road, Kolkata – 700013.
উল্লেখ্য, আপনি নিজে হাতে গিয়ে CMO Building, 2nd floor in the front of room no. 254 এর ড্রপবক্সেও আবেদনপত্র জমা দিতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 25.08.2022 |
আবেদন শুরু | 25.08.2022 |
আবেদন শেষ | 15.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কেন্দ্রীয় সংস্থায় গ্রুপ-B এবং গ্রুপ-C চাকরি