রাজ্যের কলকাতার ন্যাশনাল মিউজিয়ামে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 04/2023
নোটিশ প্রকাশের তারিখ- 13.09.2023
যে পদে নিয়োগ হবে
ইয়ং প্রফেশনাল / Young Professional
শূন্যপদ
এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের History or Archaeology or Ancient Indian History Culture and Archaeology (AIHCA) or Ancient Indian History and Culture or Museology or Epigraphy and Numismatics এ মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকতে হবে। সাথে নূন্যতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, MCA ডিগ্রির সাথে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও
বয়সসীমা
40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীদের মাসিক 35,000 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে।নিয়োগ পদ্ধতি
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো উল্লেখ নেই।
নিয়োগের সময়সীমা
এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক। 12 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাসহ বিস্তারিত সিভি, প্রয়োজনীয় নথি, ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করে পাঠিয়ে দিতে করতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠাবার ঠিকানা
The Director, Indian Museum, 27, Jawaharlal Nehru Road, Kolkata – 700016
আবেদনের সময়সীমা
27 সেপ্টেম্বর, 2023 এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 মাধ্যমিক পাশে 362 টি শূন্যপদে ভারতীয় নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 18 হাজার টাকা
👉 পাশের রাজ্যে ১ লাখ নতুন শিক্ষক নিয়োগ! চাকরিপ্রার্থীদের জন্য বিরাট আপডেট
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 মিনিস্ট্রি অফ ডিফেন্সে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে কর্মী নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ