কলকাতা শহরের NHUM সোসাইটি থেকে ইতিমধ্যেই 186 টি শূন্যপদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেকার চাকরিপ্রার্থীদের কাছে এটি একটি আকর্ষণীয় সুযোগ হতে পারে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা যায় সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হবে। রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে এই পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনিও এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। তবে তার আগে নিচের দেওয়া নিয়োগের তথ্যগুলি ভালো করে দেখে নিন।
আবেদন কিভাবে করতে হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কতো লাগবে, মোট শূন্যপদের সংখ্যা কত, নিয়োগ পদ্ধতি কেমন হবে, আবেদন শুরু ও শেষে তারিখ কতো ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
Kolkata NUHM Staff Nurse Recruitment
নোটিশ নম্বরঃ 04/Kolkata City NUHM Society/2022-23
নোটিশ প্রকাশের তারিখঃ 06.09.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
স্টাফ নার্স (Staff Nurse)
বেতনঃ
স্টাফ নার্স পদে কর্মরত প্রার্থীদের প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
ভারতীয় নার্সিং কাউন্সিল কিংবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং বা B.Sc নার্সিং পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে বাংলা ভাষায় দক্ষ থাকতে হবে।
বয়সসীমাঃ
এই পদের জন্য প্রার্থীর বয়স 01.02.2022 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
এখানে প্রার্থীদের মোট 186 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতিঃ
এই পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
স্টাফ নার্স পদের জন্য ইচ্ছুক প্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করতে পারবেন।
অফলাইনে আবেদন পদ্ধতি-
অফলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে নোটিসে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে একটি A4 সাইজের পেপারে আবেদনপত্রটিকে প্রিন্ট আউট করতে হবে।
তারপরে আবেদনপত্রটিকে যথাযথভাবে পূরণ করতে হবে এবং এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি সেলফ অ্যাটেস্টেড করে যুক্ত করতে হবে। সবশেষে একটি মুখ বন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Chief Municipal Health Office/Secretary, Kolkata city NUHM Society, Kolkata Municipal Corporation CMO Bldg, S.N Banerjee Road, Kolkata 700013.
অনলাইনে আবেদন পদ্ধতি-
যে সমস্ত প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন না, তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাদের সবার প্রথমে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে PDF তৈরি করতে হবে। এরপরে ”[email protected]” এই ইমেইলে পাঠিয়ে দিতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- নার্সিং পাশ সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 06.09.2022 |
আবেদন শুরু | 06.09.2022 |
আবেদন শেষ | 26.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের কোষাগার দপ্তরে একেবারে নতুন চাকরি
🎯 ইন্ডিয়ান পোস্ট অফিস দপ্তরে দারুন চাকরি
🎯 গ্রুপ-C আপার ডিভিশন ক্লার্ক, DEO, স্টোর কিপার ইত্যাদি পদে চাকরি