KP Constable Exam Date: কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা হল, শীঘ্রই অ্যাডমিট ডাউনলোড

Kolkata Police Constable Exam Date 2023 Published

1/8: KP Constable Preliminary Exam Date: কলকাতা পুলিশে মহিলা এবং পুরুষ কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গতবছর, তার প্রিলি পরীক্ষার দিন জানানো হল। অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে আগামী জুন মাসে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

2/8: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষাটি নেওয়া হবে আগামী 4 জুন অর্থাৎ 04.06.2023 তারিখে। এর জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই বোর্ডের ওয়েবসাইটে পাবলিশ করা হবে।

3/8: বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি লিঙ্ক দেওয়া হবে, যেটি ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা।

4/8: খুব শীঘ্রই অ্যাডমিড কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হবে। এর জন্য WBPRB এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। সেইসাথে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হলেই আমরা আপনাকে জানিয়ে দেবো। এর জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। 

5/8: প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের কনস্টেবল পদে নিয়োগের জন্য 4 টি ধাপে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। প্রিলিমিনারি পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটি লিখিত পরীক্ষা হয়। এরপরে ইন্টারভিউ রাউন্ড এবং ফিজিক্যাল এলিজিবিলিটি রাউন্ড নেওয়া হয়ে থাকে।

6/8: আবেদন করার জন্য প্রার্থীদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়েস হতে হয়। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়। প্রার্থীদের বেতন দেওয়া হয় 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি। আবেদন করতে হয় অনলাইনে।

7/8: আপনাকে জানিয়ে দিই চলতি বছরের 23শে এপ্রিল 2023 তারিখে রাজ্যের পুলিশে মহিলা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবারে মোট 1420 টি শূন্যপদ রয়েছে। এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। 

8/8: অনলাইনে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। আবেদন করার জন্য https://prb.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের পোর্টাল খোলা থাকবে 22 শে মে 2023 তারিখ পর্যন্ত।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

Previous articleকেন্দ্রীয় বস্ত্র দপ্তরে চাকরি, অফিসিয়াল লিংকে ক্লিক করে আবেদন করুন | NHDC Recruitment 2023
Next articleশিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে SWM পদে চাকরি, ২৩ টি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে | Siliguri Municipal Corporation SWM Recruitment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here