ভারতীয় পোষ্টের কোলকাতা ডাক বিভাগের তরফ থেকে ইতিমধ্যেই নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। টেকনিক্যাল সুপারভাইজার পদের চাকরির জন্য নিয়োগ করা হবে।
সুপারভাইজার পদে চাকরির জন্য পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। স্পীড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, শূন্য পদের সংখ্যা, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি সমস্ত তথ্য নিচে সহজ ভাষায় উল্লেখ করা হলো। আবেদন করার আগে বিস্তারিত জেনে নিন।
Kolkata Post Department Supervisor Recruitment
নোটিশ নম্বরঃ MMG/241/TS
নোটিশ প্রকাশের তারিখঃ 23.07.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
টেকনিক্যাল সুপারভাইজার (Technical Supervisor)
বেতনঃ
এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে বেতন হিসেবে 35,400 থেকে 1,12,400 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী অথবা ডিপ্লোমা পাশ করা থাকতে হবে এবং কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন।
বয়সসীমাঃ
উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স 22 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ
কমপিটিটিভ ট্রেড টেস্ট (Competitive Trade Test) এর মাধ্যমে প্রার্থীদেরকে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীকে তার একটি বায়োডাটা বানিয়ে তার সাথে দরকারি কিছু ডকুমেন্ট জুড়ে দিয়ে একটি ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। বায়োডাটাতে নাম, ঠিকানা সহ আর কি কি তথ্য দিতে হবে তা নিচে জানানো হলো-
বায়োডাটাতে যেসমস্ত তথ্য দিয়ে হবেঃ
i) Full name (in block letters)
ii) Father’s full name
iii) Post applied for
iv) Permanent address
v) Address for correspondence
vi) Date of Birth (By Christian Era)
vii) Age (as on 01.07.2022)
viii) Community
ix) Educational qualification
x) Experience
xi) Technical qualification
xii) Citizenship
xiii) Any other relevant information
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- বসবাসের প্রমাণপত্র।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 23.07.2022 |
আবেদন শুরু | 23.07.2022 |
আবেদন শেষ | 21.09.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-