কোলকাতা সায়েন্স সিটিতে চাকরির নিয়োগের অফিসিয়াল নোটিশ (বিজ্ঞপ্তি) প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে পুরুষ-মহিলা সকলেই তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে। কোলকাতা সায়েন্স সিটি মূলত ভারত সরকারের ‘মিনিস্ট্রি অফ কালচার’ এর মাধ্যমে পরিচালিত হয়। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত কি থাকলে আবেদন করা যাবে, শুন্যপদের সংখ্যা সহ সমস্ত তথ্য নিচে থেকে পরপর দেখে নিন।
নোটিশ নম্বরঃ 01/2021
নোটিশ প্রকাশের তারিখঃ 11.12.2021
যেসমস্ত পোষ্টে নিয়োগ করা হবেঃ
(1) টেকনিশিয়ান A (কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং)
(2) টেকনিশিয়ান A (টার্নার)
(3) টেকনিশিয়ান A (ফিটার)
বেতনঃ
পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা (শুরুতে প্রায় 33,238 টাকা বেতন দেওয়া হবে)।
বয়সসীমাঃ
১০ জানুয়ারি ২০২২ তারিখ অনুসারে আবেদনকারীর বয়স 35 বছরের কম হতে হবে। SC, ST, OBC শ্রেনিরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক পাশ করতে হবে এবং নির্দিষ্ট ট্রেডের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদঃ
(1) টেকনিশিয়ান A (কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং)- 1 টি
(2) টেকনিশিয়ান A (টার্নার)- 1 টি
(3) টেকনিশিয়ান A (ফিটার)- 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করে নির্দিষ্ট পোষ্টে নিয়োগ করে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করার ফর্ম ডাউনলোড করতে হবে।
Step-2 ঐ ফর্মটি প্রিন্টারের মাধ্যমে A4 পেজে প্রিন্ট করতে হবে।
Step-3 প্রিন্ট করার পর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
Step-4 ফর্মটি পূরণ করা হলে ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে।
Step-5 তারপর আবেদনপত্রটি একটি খামে ভরতে হবে।
Step-6 খামের উপর লিখতে হবে- “Application for the post of “TECHNICIAN-A (NAME OF THE TRADE) at Science City, Kolkata’’
Step-7 সবশেষে আবেদনপত্রের ঐ খামটি নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Science City, J.B.S. Haldane Avenue, Kolkata-700046.
আবেদন ফিঃ
200 টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে। কোলকাতা সায়েন্স সিটির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অথবা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 11.12.2021 |
আবেদন শুরু | 11.12.2021 |
আবেদন শেষ | 10.01.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।