উচ্চমাধ্যমিক পাশে কোলকাতা বন্দরে চাকরি, 27 হাজার 600 টাকা প্রতি মাসে বেতন

kolkata-shyama-prasad-mookerjee-port-recruitment

কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর (Shyama Prasad Mookerjee Port) থেকে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট-এ তিন বছরের জন্য কন্ট্রাক্চুয়াল হিসাবে এই নিয়োগটি করা হবে। 

এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই চাকরি প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন জানাতে পারবে। অফলাইনের মাধ্যমে একটি ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। নিচে এই রোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। 

Kolkata Shyama Prasad Mookerjee Port Recruitment

kolkata-shyama-prasad-mookerjee-port-recruitment

নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)

পদের নাম:  জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রেড-I (Junior Engineer, Grade-I) 

বেতন: প্রতিমাসে ২৭ হাজার ৬০০ টাকা। 

বয়স সীমা: উক্ত জুনিয়র ইঞ্জিনিয়ার পদে চাকরির জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তিন বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করতে হবে। 

শূন্যপদ: 6 টি

চাকরির ধরন: তিন বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়া

(1) অফিসিয়াল নোটিফিকেশনে আবেদন করার একটি ফর্ম দেওয়া রয়েছে। ওই ফর্মটি ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

(2) যারা উক্ত পদে চাকরির জন্য যোগ্য এবং আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে। 

(3) প্রিন্ট করা ওই ফর্মটি সঠিকভাবে নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফর্ম পূরণ করা হয়ে গেলে ফর্মের সাথে দরকারি শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য ডকুমেন্টস গুলি যুক্ত করতে হবে।

(4) সবশেষে আবেদন করার ফর্ম এবং ডকুমেন্টস গুলিকে  একসাথে একটি খামের মধ্যে ভরে নিচে দেওয়া ঠিকানায় সেগুলি পাঠিয়ে দিতে হবে। খামের উপরে লিখতে হবে- “Application for Contractual Engagement as Jr. Engineer Grade-I in Electrical Discipline”.

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Chief Mechanical Engineer, Shyama Prasad Mukherjee Port, Kolkata, Mechanical & Electrical Engineering Department, 8 Garden Reach Road, Kolkata- 700043.

আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে

(1)  বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড 

(2) শিক্ষাগত যোগ্যতা এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট অথবা মার্কসিট 

(3) অভিজ্ঞতার সার্টিফিকেট 

(4) দুই কপি পাসপোর্ট সাইজ ছবি 

(5) ভোটার কার্ড/ প্যান কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স- যেকোনো একটি 

আবেদনের শেষ তারিখ: 22.11.2022 (২২ নভেম্বর ২০২২)  

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন। 

(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links:  👇👇

✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন Click Here
✅ Telegram Channel Join Now
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
 অফিসিয়াল নোটিশ Download
✅ আবেদন করার ফর্ম Download
ডেইলি চাকরির আপডেট Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যের জেলা পরিষদে চাকরি

🎯 শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েই ৯৯.৩১% পেল পিয়াসা

🎯 টেটের নম্বর নিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো পর্ষদ

🎯 SSC-শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে বের হচ্ছে?