রাজ্যে ভূমি দপ্তরে চাকরি, কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

Land Record and Survey Recruitment 2023

পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরে সমস্ত রেকর্ড ডিজিটাইজড করার জন্য IT ডেভেলপার নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানের নিয়োগটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হবে। আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে 21 আগস্ট, 2023 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আরও বিশদে জানুন এই প্রতিবেদনে।

নোটিশ নম্বর- 120/139/Comp/2023

নোটিশ প্রকাশের তারিখ- 26.07.2023

নিয়োগের বিস্তারিত তথ্য

1. পদের নাম- সিনিয়র সফটওয়্যার ডেভেলপার (SSD) / Senior Software Developer (SSD)

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- IT / Computer Science এ MCA/M.Sc/M.Tech ডিগ্রি থাকা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বেতনক্রম- নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 40,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. পদের নাম- সফটওয়্যার ডেভেলপার / Software Developer (SD)

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের IT / Computer Science এ MCA/M.Sc/M.Tech ডিগ্রি থাকতে হবে।

বেতনক্রম- এখানে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে 33,000 টাকা করে বেতন দেওয়া হবে।

3. পদের নাম- সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল / Software Support Personnel (SSP)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Computer Science এ BCA/B.Sc ডিগ্রি থাকতে হবে। অথবা তিন বছরের DOEACC A সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে কোনো প্রতিষ্ঠান থেকে।

বেতনক্রম- এখানে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে 21,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে।

নিয়োগের সময়সীমা

মোট এক বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য banglarbhumi gov.in. ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের তারিখ

21/08/2023 তারিখের বিকেল 4 টের মধ্যে এখানে আবেদন করতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleSTPI তে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি! 11 সেপ্টেম্বর তারিখ অবধি আবেদন চলবে
Next articleSINP তে গ্রুপ-C পদে চাকরি, মাধ্যমিক পাশ ও গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here