জেলা ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর থেকে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখা ভালো, e-ভূচিত্র প্রোজেক্টে এই নিয়োগ করানো হবে।
রাজ্যের একটি জেলাতে এই নিয়োগ করা হবে। তবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরাই চাইলে আবেদন করতে পারে।
চলুন এইবার আমরা সরসরি আজকের এই চাকরির নিয়োগের বিষয়ে বিভিন্ন বিষয়ে জেনে নিই। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মোট শূন্যপদ কয়টি আছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সব কিছুই নিচে জানানো হয়েছে।
West Bengal SSP Recruitment
নোটিশ নম্বরঃ 2075/Estt/DLLRO/PRL/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 28.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল (Software support personal- SSP)
বেতনঃ
এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে বেতন হিসেবে 18,000 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্সে B.sc / BCA / DOEACC / PGDCA পাশ করা থাকতে হবে এবং সঙ্গে সফটওয়্যার এপ্লিকেশন ইনস্টলেশন এবং মেইনটেনেন্স এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ
উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
01 টি।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট purulia.gov.in এ আবেদন করতে হবে।
- সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- তারপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- কম্পিউটার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 28.07.2022 |
আবেদন শুরু | 28.07.2022 |
আবেদন শেষ | 11.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-