Larsen & Toubro Internship 2024: Larsen & Toubro ২০২৪ সালের জন্য মানবসম্পদ বা Human Resource (HR) বিভাগে ইন্টার্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংস্থার তরফ থেকে বিনামূল্যে প্রার্থীদের ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হবে এবং প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে।
তাই যে সমস্ত প্রার্থীরা মানবসম্পদ বা Human Resource (HR) নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ইন্টার্নশিপ ট্রেনিংটি দারুন সুযোগ হতে চলেছে।
আজকের প্রতিবেদনে জানিয়ে দেব এখানে কারা আবেদন করতে পারবে, কি কি দায়িত্ব পালন করতে হবে, কোথায় ট্রেনিংটি হবে, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়গুলি।
Larsen & Toubro সম্পর্কে
Larsen & Toubro Realty Limited হল লার্সেন অ্যান্ড টুব্রো গ্রুপের অংশ। এটি ভারতের একটি বহুজাগতিক কোম্পানি। এই প্রতিষ্ঠানটি প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, নির্মাণ, উৎপাদন এবং আর্থিক পরিষেবা বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করে।
এই প্রতিষ্ঠানের তরফ থেকেই নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করার লক্ষ্য নিয়ে এই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করেছে।
ট্রেনিং-এর স্থান
যে সমস্ত প্রার্থীরা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি হবে ভারতের মুম্বাইতে।
ট্রেনিং-এর সময়কাল
এই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিংটির মেয়াদ হবে ৩ মাস। ট্রেনিং চলাকালীন প্রত্যেকটি প্রার্থীকে কোম্পানির তরফ থেকে স্টাইপেন্ড প্রদান করা হবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে প্রত্যেকটি ইন্টার্নকে প্রতি মাসে ৫০০০ টাকা থেকে ২০০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড প্রদান করা হবে কোম্পানির তরফ থেকে এবং ইন্টার্নশিপ শেষে সবাইকে একটি করে শংসাপত্র ও সুপারিশপত্র দেওয়া হবে, যেটি তাদের ভবিষ্যতে চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
কারা আবেদন করতে পারবে?
এই ইন্টার্নশিপে কেবলমাত্র সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে যারা-
- পূর্ণ দিবস (Full Time) ইন অফিস কাজ করতে ইচ্ছুক।
- ৩ মাসের জন্য তাদেরকে নিরবচ্ছিন্ন সময় দিতে হবে।
- যে সমস্ত প্রার্থীর প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ আছে তারাই আবেদন করতে পারবে।
- যেসব মহিলারা নতুন করে তাদের কর্মজীবন শুরু করতে চায় তারাও এখানে আবেদন করতে পারবে।
ইন্টার্নদের দায়িত্ব ও কর্তব্য
এখানে যে সমস্ত প্রার্থীরা ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব বহন করতে হবে। দায়িত্বগুলি হল-
- নতুন কর্মচারীদের জন্য অনবর্ডিং ও ইন্ডাকশন প্রক্রিয়া পরিচালনা করতে হবে।
- ডাইভারসিটি, ইকুইটি, ইনকুলেশন ও যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত কর্মসূচিতে সহায়তা করতে হবে।
- প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য সৃজনশীল প্রেজেন্টেশন তৈরি করতে হবে।
- প্রশিক্ষণ শুরু ও শেষ হওয়ার পর পারফরম্যান্স মূল্যায়ন পরিচালনা করতে হবে।
- পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে সঠিকভাবে কর্মচারীদের সঙ্গে সমন্বয় করতে হবে।
- MIS-এর মাধ্যমে ডেটা আপডেট ও বজায় রাখতে হবে।
- ডিজিটাল শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে এবং অনলাইনে প্রশিক্ষণের সময় সহায়তা প্রদান করতে হবে।
- প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আপডেট করতে হবে।
- গবেষণা ও তথ্য যাচাই কাজে সুপারভাইজারকে সহায়তা করতে হবে।
- IT বিভাগের সঙ্গে প্রশিক্ষণ ফিডব্যাক ও উপস্থিতি সংক্রান্ত সমন্বয় করতে হবে।
- প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করতে হবে এবং ফটো সংগ্রহ করতে হবে।
- প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষক ও আয়োজকদের মধ্যে সমন্বয় ঘটাতে হবে।
আবেদন পদ্ধতি
এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আপনারা সরাসরি সেই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে “Apply Now” অপশনে ক্লিক করবেন, তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
এই ইন্টার্নশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন শুরু হচ্ছে ১লা অক্টোবর, ২০২৪ এবং আবেদনের শেষ তারিখ ৫ই নভেম্বর, ২০২৪। তাই যারা মানবসম্পদ বিভাগ নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তারা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Larsen & Toubro Internship 2024– Apply Now