রাজ্যের স্বাস্থ্য দপ্তরে লিগাল অ্যাসিস্ট্যান্ট (Legal Assistant) পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন। সাধারণত কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হবে।
আজকের প্রতিবেদনে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন আবেদন কিভাবে করতে হবে, আবেদনের শেষ তারিখ, মাসিক বেতন, বয়সসীমা প্রভৃতি তথ্য নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
Legal Assistant Recruitment
নোটিশ নম্বরঃ WBFWS/2022/259
নোটিশ প্রকাশের তারিখঃ 23.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
লিগাল অ্যাসিস্ট্যান্ট (Legal Assistant)
বেতনঃ
প্রতিমাসে 32,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Law বা আইনে ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং যথেষ্ট কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ
01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 35 বছরের ওপরে হতে হবে।
মোট শূন্যপদঃ
01 টি।
নিয়োগ পদ্ধতিঃ
- একাডেমিক নম্বর।
- ইন্টারভিউ।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড (PDF Notice Download) করে আরো বিস্তারিত জানতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ
- এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে আবেদন পত্রটি পূরণ করে তার সঙ্গে যথাযথভাবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- অনলাইনে আবেদন করার পর আবেদন পত্রের একটি কপি প্রিন্ট আউট করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- বাসস্থান সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
State HR Cell, 5th floor, Swasthya Sathi Building, Swasthya Bhawan, GN 29, Sector – V, Bidhannagar, Kolkata – 700091.
আবেদনপত্রের হার্ড কপিটি ১৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে উক্ত ঠিকানায় জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 23.08.2022 |
আবেদন শুরু | 26.08.2022 |
আবেদন শেষ | 04.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇