WB Librarian Job: পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান পদে চাকরি, ৩৭ হাজার টাকা থেকে বেতন শুরু! আজকেই আবেদন করুন

Librarian Recruitment in Kalyani University

লাইব্রেরিয়ান চাকরি (Librarian Job) করতে চাই এমন ছেলেমেয়েদের জন্য নতুন একটি সুযোগ। পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয় কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে লাইব্রেরিয়ান পদে চাকরির একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতি মাসে ৩৭ হাজার ৪০০ টাকা থেকে চাকরির জন্য বেতন শুরু হবে।  

পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে-মেয়ে সকল চাকরি প্রার্থীরাই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তবে আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিশেষভাবে লক্ষ্যণীয়। এই শিক্ষাগত যোগ্যতা থাকলে তবেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

আপনিও যদি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, শূন্য পদ কয়টি রয়েছে, সঠিক মাসিক বেতন কত দেওয়া হবে, কিভাবে নিয়োগ হবে এবং কোন পদ্ধতিতে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। 

এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর: Rect./U. Off./Librarian/2023

নোটিশ প্রকাশের তারিখ: 16/02/2023

আবেদন করার মাধ্যম: অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। 

যে পদে নিয়োগ করা হবে:

লাইব্রেরিয়ান (Librarian) পদে কর্মী নিয়োগ করা হবে। 

মাসিক বেতন: 

পে লেভেল 14 অনুযায়ী প্রতি মাসে 37,400 থেকে 67,000 হাজার টাকা, সেই সাথে গ্রেড পে 10,000 টাকা দেওয়া হবে। 

আবেদনের জন্য বয়সসীমা:

কল্যাণী ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান পদের এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। 

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:

লাইব্রেরির সাইন্স/ ইনফরমেশন সাইন্স/!ডকুমেন্টেশন- সাইন্স এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রী করা থাকতে হবে। 

শূন্য পদ:

১ টি (UR) শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। 

নিয়োগ প্রক্রিয়া:

আবেদনকারীদের আবেদনপত্র স্ক্রুটিনি করার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এর ফলাফলের উপর নির্ভর করে যোগ্য প্রার্থীকে উক্ত লাইব্রেরিয়ান পদের জন্য নিযুক্ত করা হবে। 

ইন্টারভিউ এর তারিখ এবং সময় পরবর্তীকালে কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদনকারীদের মোবাইল নাম্বার এবং ইমেইলের মাধ্যমে জানানো হবে। 

আবেদন প্রক্রিয়া:

কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। 

আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্টর লিংক নিচে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করলেই আপনি সরাসরি আবেদন করতে পারবেন।

লিংকে ক্লিক করার পর আবেদনকারীকে তার সম্পূর্ণ নাম, বাবার নাম, জন্মতারিখ, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীকে Username এবং Password দিয়ে লগইন করতে হবে। 

লগইন করার পর Online আবেদনের মেইন পেজ ওপেন হবে। সেখানে সমস্ত তথ্য গুলি সঠিকভাবে পূরণ করে সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল এপ্লিকেশন সাবমিশন করতে হবে। 

আবেদন ফি:

  • General, OBC দের জন্য আবেদন ফি লাগবে 2000 টাকা। 
  • SC ST দের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 500 টাকা। 

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু- 16/02/2023 (16 ফেব্রুয়ারি 2023)

আবেদন শেষ- 20/03/2023 (20 মার্চ 2023)

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

অফিসিয়াল নোটিশ: Download

Application Link-

 ডেইলি চাকরির আপডেট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇