কলকাতা আর্মি পাবলিক স্কুল দ্বারা সম্প্রতি নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। লাইব্রেরিয়ান এবং কেমিস্ট্রি ল্যাব এটেনডেন্ট পদে প্রার্থীদের চাকরি দেওয়া হবে।
এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অন্তর্গত নারী-পুরুষ নির্বিশেষে উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। স্পীড পোস্ট বা রেজিস্টার পোস্ট দ্বারা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আসুন তাহলে বেশি দেরি না করে বিস্তারিতভাবে জেনে নিই বিজ্ঞপ্তিতে এই নিয়োগ সম্পর্কে কি বলা হয়েছে অর্থাৎ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত, বেতন কত দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা কটি ইত্যাদি যাবতীয় তথ্যের বিবরণ। আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিবন্ধটি শেষ পর্যন্ত নিখুঁতভাবে পড়ুন।
Librarian Recruitment in Kolkata Army Public School
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ লাইব্রেরিয়ান (Librarian)
মোট শূন্যপদঃ 1 টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সাইন্সে গ্রাজুয়েশন কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এছাড়াও কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(2) পদের নামঃ কেমিস্ট্রি ল্যাব এটেনডেন্ট (Chemistry Lab Attended)
মোট শূন্যপদঃ 1 টি।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে যেকোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইন্স এবং কম্পিউটার লিটারেট বিষয়ে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
আবেদন পদ্ধতিঃ
- এবার জেনে নেব আবেদন কিভাবে করতে হবে। প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- তাই যারা উপরের দুটি পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা আমাদের এই পেজের নিচের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
- ডাউনলোড করা আবেদন পত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
- এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলিকে জেরক্স এবং সেল্ফে অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
- সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন শেষঃ 10.10.2022
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ চলছে