রাজ্যের পাব্লিক লাইব্রেরিগুলি লাইব্রেরিয়ানের অভাবে ধুঁকছে, শেষ নিয়োগ হয়েছিল প্রায় এক যুগ আগে, সেই নিয়োগের সংখ্যাও ছিল অত্যন্ত নগন্য। তবে এবার উদ্যোগ নিয়ে রাজ্যের 23 টি জেলার পাব্লিক, ব্লক এবং গ্রামীণ লাইব্রেরি গুলিতে 738 পদে লাইব্রেরিয়ান নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।
অবশেষে প্রকাশ করা হল বহু প্রতিক্ষীত সেই নোটিফিকেশন। প্রতিটি জেলা থেকেই লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তবে এই প্রক্রিয়ার সূচনা হল দার্জিলিং জেলার লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে দিয়ে। নীচে আবেদন পদ্ধতি, যোগ্যতা ইত্যাদি সকল বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
নোটিশ নং – 239/DLO/DJ/23
নোটিশ প্রকাশ – 18-04-2023
যে পদে নিয়োগ হবে
স্পন্সরড পাবলিক লাইব্রেরি, যেগুলির গ্রামীণ লাইব্রেরির স্ট্যাটাস আছে, সেখানে লাইব্রেরিয়ান (Librarian) পদে নিয়োগ হবে।
শূন্যপদ
এখানে মোট শূন্যপদ 21 টি [UR-6; UR(EC)-3; UR(ExSM)-1; UR(MS)-1; SC-3; SC(PD)-1; SC(EC)-1; ST-1; OBC(A) -1; OBC-A(EC)-1; OBC(B)-1; OBC-B(EC)-1] শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের –
(1) উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
(2) Library & Information Science এ একটি পাশ সার্টিফিকেট থাকতে হবে।
(3) বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
(4) নেপালি ভাষাতে জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা
18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম
প্রার্থীদের মাসিক 22,700 – 58,500 টাকা এবং অন্যান্য ভাতার সুবিধা দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষাটি 50 নম্বরের হবে। এখানে English & Nepali language, General Awareness, Arithmetic, Library & Information Science বিষয়ে প্রশ্ন থাকবে।
অন্যদিকে কম্পিউটার টেস্টটি হবে 10 নম্বরের।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য সমস্ত প্রয়োজনীয় নথিগুলো একসাথে স্ক্যান করে একটি পিডিএফ বানিয়ে পাঠাতে হবে নীচের মেল আইডিতে।
আবেদন পাঠানোর ইমেল আইডি
আবেদনের সময়সীমা
18 এপ্রিল থেকে 12 মে, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
🔥 এগুলিও চাকরির খবর 👇👇
- পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং এবং টিচিং কর্মী নিয়োগ
- EPFO-তে গ্রুপ C পদে কর্মী নিয়োগ
- রাজ্যের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে চাকরি
- অয়েল ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি