কেন্দ্রীয় সরকারের অন্তর্গত LIC বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই আনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাউসিং ফাইনান্স লিমিটেডের আওতায় প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার অন্তর্গত নারী পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরাই আবেদনের যোগ্য। এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আজকের প্রতিবেদনে আবেদনের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ, নির্বাচন পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
LIC Recruitment 2022
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট (Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 39,960 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিভাগে কমপক্ষে 50-60% নম্বর নিয়ে গ্রাজুয়েশন পাশ হতে হবে এবং বেসিক কম্পিউটার স্কিল থাকতে হবে
মোট শূন্যপদঃ 50 টি।
(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 80,110 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিভাগে কমপক্ষে 50-60% নম্বর নিয়ে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট পাশ হতে হবে।
মার্কেটিং ফাইনান্সে MBA পাশ করা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মোট শূন্যপদঃ 30 টি।
বয়সসীমাঃ
উপরের দুটি পদের জন্য আবেদন প্রার্থীকে 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
- এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- আবেদন করার জন্য আপনি নিচে দেওয়া লিংক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে lichousing.com এ গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে আপনাকে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এরপরে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফিঃ
আবেদন ফি হিসেবে 400 টাকা ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 04.08.2022 |
আবেদন শুরু | 04.08.2022 |
আবেদন শেষ | 25.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-